Nayan | WritersCafe.org

Thursday, November 28, 2024

the illusion of the ability to control




Howsover many times may life remind
Us of the illusion of the ability to control,
And yet the mind tries and retries
To make something or someone other
In that one single way to act or behave
As if it truly believes it to be true...

It twists and turns the same material,
Churning out realities of ourselves,
Tailored towards that one sole goal
Of "I'm right and everyone's else a fool",
To please the ego lurking in the shadow, 
As if a never ending TV show...

Then life, from whom no one's hidden,
Who is cleverer than the cleverest mind,
Brings situations to test man's mettle,
That falters the false pride, and
Makeups that can't stand the time,
As if falling like a pack of cards...

The changing seasons of in and out,
The creaking bones of body and mind,
And over the boiling mix of fool's paradise,
To realise it all comes from, and goes back to the same Source,
Not a property to own, or a life to control,
But just to be, as if like a leaf on a tree...

--nayan
Thursday, 28 Nov 2024
3:40pm, Patna



কীই বা বলতে পারি? What can I say?


লোকে আমায় বলতে বলে,
এই মনটাও আমায় বলবার জন্য উস্কায়,
কিন্তু কীই বা বলতে পারি আমি?
অন্য আর একজনকে
কীভাবেই বা বলতে পারি?
আমি তো অন্য কাউকে জানিনা!
নিজেকেই তো জেনে উঠিনি এখনও -
তাহলে কীভাবে অন্য কাউকে জানবো?
আমি কেবল নিজেকেই 
জানতে পারি, অন্য কাউকে নয়!
কিন্তু তাতেও বড় চেষ্টা লাগে।
কেউকেউ বলেন অতি সহজ,
তবু বড় কঠিন লাগে নিজেকে চেনা,
নিজেকে সত্যি সত্যি জানা।
ক্ষণে ক্ষণে রূপ পালটে নেয় এই "আমি"!
কীভাবে চিনবো, কীভাবে জানবো একে?
আর যখন নিজেকেই জানিনা,
তখন কীকরে কিছুই বা বলবো?
যাই বলবো, সব যে মিথ্যে শোনাবে!
কারুর মনে তা কিন্তু জাগিয়ে তোলার
আঁচড় কাটবে না, কেবলই কাঁদাবে!
তাহলে কেনই বা বলি কাউকে কিছু?
যে সবেতেই আছে, সবই দেখছে যে -
যদি বলতে হয় সেই বলবে।
আমি কি তাঁর থেকে দক্ষ?
তাই ক্ষুদ্র এই জীবনখেয়ায়,
আমাকে নাহয় থাকতে দিলেই বা চুপ,
দেখতে দিলে যা যা হয়ে চলেছে শুধু,
তাতে কি কিছু যায় আসে?
যদি কোনদিন জানতে পারি নিজেকে,
চিনতে পারি আপনার সত্য স্বরূপ,
তাহলে নাহয় বলা যাবে ক্ষণে -
অকপট বক্ষে দুয়েকটি অরূপকথা!

-- নয়ন
বৃহস্পিবার, 28 নভেম্বর 2004
দুপুর সাড়ে 12টা, পাটনা

(Image source: https://www.photocase.com/photos/4612195-flowers-shadow-game-on-the-wall-shadow-play-light-photocase-stock-photo)

Monday, November 11, 2024

বেয়াল্লিশের ওপারে - Beyallisher Opare


আজকের দিনটা
বেশ ছিল সীনটা,
কত বছর আগে
যেন আবছা লাগে,
বেয়াল্লিশের পারেতে
কত ভার ঘাড়েতে,
আর কি পড়ে মনে
হৃদয়ের সনে?
জগতের ঝলকানি
আলোর হাতছানি,
গর্ভের বাইরে,
পয়লা পায়ে দাঁড়িয়ে,
উঁকি মেরেছিল জীবন
মায়ের কোলে আগমন,
হঠাৎ কত শোরগুল
যেন কার মাশুল,
কান্নায় ভেজা চোখ
সবাই কয় উৎসব হোক,
অচেনায় মনটা
ধুকধুক কোনটা,
পৃথিবীর বুকেতে
সুখেতে ও দুখেতে,
মনে রবে কি কথাটা
কেমন ছিল দশাটা?

-- নয়ন
সোমবার, 11 নভেম্বর 2024
সকাল 8 টা, পাটনা

(image courtesy: https://www.feistees.com/life-universe-everything-42-t-shirt)

Saturday, October 12, 2024

কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?


যে ভালবাসায় কোনও শিকল নেই,
গলা টিপে ধরবে - কোনও এমন কল নেই,
দমবন্ধ করা "করতেই হবে"-এর বলও নেই,
সেরকম ভালবাসাতেই যেন যাই গো প্রভু!

যে ভালবাসায় প্রত্যাশার মরম যন্ত্রণা নেই,
চাহিদা মেটানোর তর-না-সওয়া উগ্রতা নেই,
ছল করে যা চাই তা আদায় করার চেষ্টাও নেই,
সেরকম ভালবাসাকেই যেন গ্রহণ করি প্রভু!

যে ভালবাসায় নিজের ঢাক পেটানোর জ্বর নেই,
রাগ, সংশয়, হিংসে ইত্যাদির লেশমাত্র যেখানে নেই,
আবেগের বশে ক্ষতি চাইবার মতো ইচ্ছেও নেই,
সেরকম ভালবাসাতেই যেন নত হই প্রভু!

যে ভালবাসায় আছে স্বেচ্ছায় সাহায্য করা,
বিরহের ব্যথায় নিঃশব্দে চোখের জল ফেলা,
আর আছে নিজেকে ভুলে শুধু ভালো চাওয়া,
সেরকম ভালবাসাতেই যেন যাই গলে প্রভু!

-- নয়ন
শনিবার, 12 অক্টোবর 2024
রাত 11 টা, পাটনা

Saturday, October 5, 2024

সত্যের ছোঁয়ায় - Sotyer Chhonwaye (In Touch Of Truth)


একটা মানুষকে কাছে পেতে
হয়ত আমরা মিথ্যে বলতেই পারে,
কিন্তু মিথ্যে বলে কাউকে যে পাওয়া যায় না,
সত্য এক না একদিন বেরিয়ে আসেই।

মিথ্যা বহুরূপী -
দরকার অনুসারে রূপ পাল্টায়।
সত্য চিরস্থায়ী চিরন্তন -
সময়ের সাথে তা বদলে যায় না।

মিথ্যের মুখোশ লাগে -
তার সাজসজ্জার দরকার পড়ে।
সত্য উলঙ্গ শিশুর মতো সুন্দর -
তাকে ঢাকতে আবরণ লাগে না।

প্রত্যেক মানুষের আপন আপন মিথ্যে হয়,
মিথ্যে অধিকার-অধিপত্যের আভাস দেয়।
সত্যকে কেনা সম্ভব নয়,
সত্যের আমার-তোমার হয় না।

মিথ্যের শুরু হয়, শেষ হয় -
তাকে ঘিরে তাই হারিয়ে ফেলার ভয়ও হয়।
সত্য চিরশাশ্বত, অনাদি-অনন্ত -
সত্যের স্পর্শ ভয়ভঞ্জন করে।

মিথ্যে ক্ষণিক সুখ দেয়, দমবন্ধ করে,
একটা মিথ্যেকে ঢাকতে আরেকটা লাগে।
সত্যের কোনও অবলম্বন লাগে না,
কষ্ট দিলেও তা কিন্তু মুক্ত করে।

এই দেহের খেলোনা, এই মনের ছলনা,
এই জগৎ-সংসারের জল্পনা-কল্পনা,
তার মাঝে এই আলো-আঁধারের খুংশুটি -
মিথ্যের এই খেলাটা কি না করলেই নয়?

কতকিছুই না আমরা করে থাকি
আমাদের ব্যক্তিগত মিথ্যেটুকুকে বাঁচাতে,
সবই কিন্তু একদিন হাতছাড়া হয়ে যায় -
এই সত্যটাকে যদি একবার দেখতে পাই!

আমাদের মধ্যে যে স্বাস-প্রশ্বাসটি চলে -
ঈশ্বরের শাশ্বত উপস্থিতি জানায়, অনবরত।
তার ছোঁয়া যদি একবার আমরা পাই, সজ্ঞানে -
তাহলে আর সত্যকে ঢাকতে মিথ্যেগুলো লাগবে না।

যা দিয়ে প্রত্যেকটা ছবি ফুটে উঠছে,
প্রতিটা রঙ চোখ মেলে তাকাচ্ছে,
আর তাতে প্রাণের স্পন্দন দেখা দিচ্ছে -
সৃষ্টিকর্তা কী তুলি ধরেছেন হাতে!

সৃষ্টির এই অন্তহীন ক্যানভাসে
প্রকৃতির এই অবাক করে দেওয়া ঝলক
কি থমকে দেয় না মনের অন্তর?
তাহলে কেন ফেঁসে আছো এই ঝামেলায়?

সত্যই ব্রহ্ম, সত্যই ঈশ্বর, 
সত্যই পরম সুন্দর!
জনম-মরণ, সুখ-দুঃখের ঊর্ধ্বে,
সত্যই চিরশাশ্বত জীবন!

আজ আদ্যাশক্তির আওহানে
গগনে-গগনে ধ্বনিত জীবনের জয়গান -
ঘুম ছেড়ে ওঠো, ফেলে এই মিথ্যে তাড়না -
সত্যের ছোঁয়ায় আজ তোমার আমন্ত্রণ!


-- নয়ন
শনিবার, 5 অক্টোবর 2024
১৪৩১ এর আশ্বিনের দুর্গাপুজোর তৃতীয়া 
সকাল 10:24, পাটনা


Monday, September 23, 2024

ভালোবাসা আর ভয় - Bhalobasha aar Bhoy



ভয় পাও বলে কি ভালোবাসো?
নাকি ভালোবাসো তাই পাও ভয়?
বেড়ে উঠলেও বড় হওনি বোধহয়,
তাই রয়ে গেছে মনে এই সংশয়।

ভালোবাসা হলে ভয় হবে না,
ভয় থাকলে ভালোবাসা নেই,
এই দুই একসাথে থাকে না,
ভালোবাসাকে ভুল বুঝেছো তাহলে।

ভয়ের আচ্ছাদনে সন্দেহ-সংশয়রা
লুকোচুরি করে, দমবন্ধ করা
রুদ্ধশ্বাস যেখানে বুকে টিপটিপ করে,
ভালো চাওয়া সেখানে যায়না।

ভালোবাসার আঙ্গিনায় কিন্তু
কাউকে আটকে রাখা থাকে না,
নিজস্ব চাওয়া ফেলে শুধু দেখা -
যাকে ভালোবাসি, সে ভালো আছে তো!

প্রত্যাশারও স্বার্থ সেখানে ঘর করে না,
রাগ-বিদ্বেষ সেখানে আসতে পারে না,
নিজের খেয়াল যেখানে আর থাকে না,
ভালোবাসার পাত্রটিই শুধু রয়ে যায়।

ভালোবাসা সত্যের ছোঁয়া হারায়
যদি ভুলকে তার সংজ্ঞা দিয়ে বসো!
ভালোবাসা মুক্ত করে, তাতে
ধরে রাখার প্রবণতা থাকে না।

যাকে ভালোবাসো, সে তোমার! -
এটা ভাবা যে ভীষণ ভুল!
আর সে তোমারই অনুসারে চলবে! -
এ কিন্তু ভালোবাসা নয়।

জলজ্যান্ত একটি প্রাণ -
সে কীকরে তোমার-আমার হতে পারে?
জীবনকে বস্তুতে পরিণত করে যা -
কীকরে তা ভালোবাসা হতে পারে?

জীবন, ফুলেরই হোক বা মানুষের -
ফুটে ওঠে, সুগন্ধ ছড়ায়, আবার ঝরেও পড়ে।
তার ভালোবাসা সুগন্ধ ছড়ানো - তাকে
মুঠোয় ধরতে গেলে তো সে মারাই পড়বে!

তাই সত্যের আলোয় এসো,
চৌদিকে চেয়ে দেখো,
ধরে রাখার নেই কিছুই এখানে,
আছে কেবলই ভালোবাসা! 

বিদ্বেষ, বেদনা, সন্দেহ, সংশয় 
মুক্ত হও, দেরি করো না আর!
অনেক করেছো বহন,
এবার ফেলে দাও এই ভার!

সত্যকে বুঝতে সাহসী হও
বন্ধু, মিথ্যা করোনা হাহুতাশ!
চোখ খুলে চাও, দেখো
আলো, জল আর বাতাস!

-- নয়ন
সোমবার, 23 সেপ্টেম্বর 2024
দুপুর 12:45, পাটনা

Thursday, September 5, 2024

পেয়ারা গাছ - Guava Tree

 




আমার প্রিয় পেয়ারা গাছটি আজ বৃদ্ধ!
আজ তাকে কেটে ফেলার কথা হয়!
কিন্তু আমার স্পষ্ঠ মনে আছে -
পেয়ারা গাছের সঙ্গে আমার ছোট বেলার খেলা,
তার সঙ্গে জড়িয়ে থাকা বাল্য কালের
এবং একটু বড় বয়সের সুখ-দুঃখ!

সেই যখন খুব ছোট্ট আমি -
পেয়ারা গাছটি আমার কাছে
বিশাল কিছু মনে হত,
আমি মাথা উঠিয়ে দেখতাম
বড় পেয়ারা গাছ কে -
খুব ভাল লাগত আমার তাকে!


আবার হয়ত সে একজন বন্ধুর মত
যখন আমি একটু বড় হলাম, তখন
আমার সমস্ত আনন্দ-কষ্টের কথা -
পেয়ারা গাছকেই তো বলতাম, আমি!
মনে হতো সে -
    আমার আনন্দে আনন্দিত,
    আমার দুঃখে পীড়িত,
    আমায়ে উচ্ছসিত করছে,
    নিরাশায়ে আশার আলো দেখাচ্ছে!

কিম্বা হয়ত সে একজন গুরুজন -
আমায়ে ঠিক পথ চিনিয়েছে
যখন-যখন আমি পথ হারিয়েছি!
ভগবানের মত, আমার মায়ের মত
অন্ধকারময় জীবনটাকে প্রকাশিত করে তুলেছে!

      *   *   *

এবার একটি আশ্চর্য ঘটনা বলি -
    পেয়ারা গাছের পাশের উঠুনের একটি অংশ
    একটু ফেটে গিয়েছিল -
    বোধ হয় তারই শিকড়ের জন্য।
    সেটাকে সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়, কিন্তু -
    মায়ের পায়ের ছাপ তাতে পড়ে যায়!
    আমি দুঃখের দিনে সেই ছাপটিকে
    কত বার প্রনাম করেছি!

      *   *   *

আজ আর পেয়ারা গাছের তলে
মায়ের পায়ের সেই ছাপটিকে খুঁজে পাই না!
হয়ত সেটা মিটে গেছে, বা
ধুলায়ে চাপা পড়ে গেছে -
তার বোধহয় আর অস্তিত্ব নেই!

আমার প্রিয় পেয়ারা গাছটিও আজ বৃদ্ধ,
তার অনেক ডাল পাতা শুন্য,
বেশির্ভাগ পাতা হলুদ হয়ে গেছে!
এমন কখনও হয়নি! মনে পড়ে -
    ক্লাসে এভারগ্রীন গাছের পাতা সাটতে দিয়েছিল -
    আমি পেয়ারা গাছের পাতা সেঁটে নিয়ে গিয়েছিলাম!

হয়ত, দীর্ঘদিনের অযত্নে,
দারুন ক্ষতি হয়েছে!
মনে হয়, যেন সে নিজের
মহা-মরণের জন্য তৈরী হচ্ছে!
তাকেও বোধহয় কিছু দিন পরে -
খুঁজে পাওয়া যাবে না!
তারও ওই মায়ের পায়ের ছাপের
মতো, অস্তিত্ব থাকবে না!

আমার প্রিয় পেয়ারা গাছ,
প্রানের থেকেও প্রিয়!
আমার কাছে কখনও আশ্চর্য কিছু,
বিশাল কিছু, বড় ভাল কিছু!
কখনও বা বন্ধুর মত, সখার মত!
আবার কখনও গুরুজনের রূপে,
ভগবানের রূপে, মায়ের রূপে!
আমার সুখ-দুঃখের সাথী,
    দুঃসময়ের সাহারা,
আলো আর অন্ধকারের জীবনে
    আমার পথ-দ্রষটা!

আমার পেয়ারা গাছের,
আমার মাঝ থেকে
চলে যাবার আগে, আমি -
    পেয়ারা গাছের একটি ছবি
    নয়নের ক্যামেরা দিয়ে তুলে
    রেখে দেবো মনের এলবামে!

নয়ন 
সোমবার, 29 ডিসেম্বর 2003
পাটনা

(পেয়ারা গাছের ছবিটি অনেক পরে 2024 সালের 5 সেপ্টেম্বরে তোলা। তখন গাছটি বেঁচে উঠেছে। কবিতাটি অনেক আগে লেখা।)

Sunday, August 25, 2024

How can one fake?


Of birth and of death,
In every breath that it takes;
Of the same friend and foe,
The stories that this mind makes;
While no two labels can gauge
The unnecessary love and hate;
Still trying the forgetful maze,
Bound to nature, bound to fate;
The life that time keeps,
Heart beats and pulse rates,
Drop by drop, away it seeps,
Over foolish pride in false stakes;
Still engaged in battles of face,
How so more, how so less,
On anger that drives away grace,
In a decorated intelligent mess;
Fast curse or boon slow,
What want would one really make?
Unthought of, too soon did it flow?
Of impatience, and a bad blow;
Humanity's sake, how can one fake?

-- nayan
Sat & Sun, 24th & 25th August 2024
11:39 pm, No-where or Now-here?

May you understand


Let my love 
Not be of the body
Nor of the mind,
Neither of emotion,
Nor of ambition...
Oh my beloved!
May you understand 
One day what I wish,
And thence you'll know
What you need to.

Whoever you may be,
Wherever you may be,
In whichever Form,
With whatever Face,
Colour and Content,
Oh my beloved!
May you discover
One day what I am,
And thence you'll find
What you are too.

Let my love
Be Without Goal,
Without Guilt,
Innocent, Unshackled,
Formless and Free...
Oh my beloved!
May you experience
One day what I cherish,
And thence you'll feel
What beats in you too.

-- nayan
Sat, 24th Aug 2024
At Now-here, In No-where 

(Image source: https://www.flickr.com/photos/100112911@N07/11217910155)

Sunday, August 18, 2024

मुक्ति दीजिए प्रभु Mukti Dijiye Prabhu


हे आनंददाता,
बंधनमुक्त कीजिए प्रभु!
हे भाग्यविधाता,
मुक्ति दीजिए प्रभु!

जब आप हैं स्वयं
सत चित आनंद,
तब क्यों यह रहे
असत, बेहोश, निरानंद?

हे सत्यस्वरूप,
मिथ्या भंजन कीजिए प्रभु,
हे मायामुक्तरूप,
शाश्वत सत्य में लाइए प्रभु!

जो है मिथक,
उसे कब तक ढोए यह?
जो है नेत्र छानी,
उसे कब तक संवारे यह?

हे चिदात्मरूप,
मनभ्रम कीजिए खंडन प्रभु,
हे अंतरात्मा, अंतर्यामी,
चैतन्य का स्पर्श दीजिए प्रभु!

~ नयन,
रवि, 18 अगस्त 2024
दोपहर 1 बजे, पटना

Wednesday, August 7, 2024

Redemption beyond redemption



For the one who is
Beyond redemption,
Can there be ever
A chance to mention?

The soul travels
Tired and torn
Between one world and other
Between one life and other.

Yet it keeps on repeating
The same miss that it did make,
One world ago, one life ago,
For heaven's sake, so strong the ego!

Wisdom is seldom sought
By those who dwell in pleasure.
But that which cannot stay forever,
Cannot be everlasting ever!

Moments of pain made it
From the wisdom, sway and sever,
And little did it knew that
It was a ploy, very very clever!

And badly it did get bound
To the path it chose to follow,
Thinking it was foretold in sound -
Of Light and of Shadow!

Prayer is all the wish it has got,
But pray is what it more cannot,
Its throat parched, tongue twisted,
For the lie it once committed!

And the only hope against hope old
In prayers for the unprayerly told -
Of a final goodbye for the tired soul
That has seen and renounced all goal!

Redemption is not in pleasure,
Neither knowledge, nor pride can measure,
To die unseen, unlamented, unmourn,
In happiness alone can redemption be born!

-- nayan
Wed, 7th Aug 2024
8:15 pm, near Bardhaman,
Howrah Shatabdi Express

Thursday, August 1, 2024

নবজাতকের অংকুর - Nobojatoker Onkur


বর্ষায় বাহিরের তপ্ত ধরা
যেমন ভিজে তৃপ্ত হয়ে যায়,
তেমনই বন্ধ বাহনে বসা
মানুষটির শুষ্ক অধরও 
জানালার গা বেয়ে পড়তে থাকা
জলের ধারাকে দেখে নেচে ওঠে!

বসুন্ধরা যখন নিজেকে দিয়ে দেয়
মেঘের ছায়ায়, বর্ষার আলিঙ্গনে,
তখন তার অঙ্গ অঙ্গ বেয়ে বহে
জীবনদায়িনী রসের ছোঁয়া,
আর যে সকলকে সে ধারণ করে,
সে সবই পেয়ে যায় নবজীবনের স্পর্শ!

মাটি হয়ে ওঠে সবুজ,
পুকুর ও নদী টইটুম্বুর,
গাছেরা পরিষ্কার পবিত্র,
ধরণীর লাজ হয় রক্ষা,
পশুপক্ষী হরষে হয় পুলকিত,
চারিদিকে তখন আনন্দের ফুলকি।

পৃথিবীর চৌচির বুকে জাগে
আবার করে জীবনের স্পন্দন,
আর সৃষ্টি আবার স্বাস ফেলে,
সৃজনের ছোট্ট ছোট্ট হাত ধরে
তাই আজ ফোটে নবজাতকের অংকুর,
আবার করিয়ে দিয়ে মনে, মাটিই যে মা!

-- নয়ন
বৃহস্পতি, 1 আগস্ট 2024
দুপুর 12টা, বন্দে ভারত এক্সপ্রেস,
আসানসোলের কাছে

Tuesday, July 30, 2024

Tamed


Those that were enslaved
Could not bear the liberty of the free
And hence did hatch a plot they sold
To tame the wild in a torturous mould.

The forces of fate,
Had their plans all drawn
With details and designs and more,
For dousing the flame of fortune yore.

Indeed a fortune it was
For those that were free,
Unrestricted and unchained,
That dreamt of a world unpained.

But, the lure of a life that 
Had they not known before,
Brought 'em in into the turbulent fold,
Betraying the foretold wisdom old.

-- nayan
Tue, 30 July 2024
3:45 pm, Patna

আগন্তুক কিন্তু অতিথি - the visitor is still a guest


আহা! হারিয়ে গেছে
তার মনের মাঝের
সেই দ্বীপের ঠিকানা,
যেখানে বাস করত সেই
নাম না জানা শিখা,
সুরের জানালা বেয়ে 
যে চলে আসত অনায়াসে
ওই বটগাছটির তলে,
ভগ্ন দেবালয়ের সেই
নির্বাসিত দেবতার কোলে।

গর্তে পড়ে যাওয়া
ধুকধুক জ্বলতে থাকা
মশালের টুকরোর যুদ্ধ
চলতেই থাকে মেঘের
ফোঁটা ফোঁটা বর্ষায়।
অনবরত, আলোর কি
চলতেই থাকবে লড়াই?
কখনই কি সে তাল মেলাতে
পারবে না, অন্ধকারময়
সৃষ্টির উৎসের সাথে?

হার-জীতের সীমানা
পেরিয়ে উম্নক্ত আকাশে
কি উড়া সম্ভব চাতকের,
নাকি সে চিরকালই 
আটকে থাকবে তেষ্টায়?
একদিন না একদিন
সেও কি চতুর হবে -
দেখতে পারবে চোখ
খুলে ক্ষণিক স্বপ্নকে
সাজানোর ব্যর্থ চেষ্টায়?

ইচ্ছেগুলি পরীর মতো
ভেসে ভেসে উড়ে বেড়ায়,
মুহূর্তরা আসে আর যায়,
দিন নিভে রাত হয়,
আর রাত হয় দিন,
সময়ের সাথে সাথে,
ক্লান্ত মন ও শরীর ক্ষীণ।
নানান উদ্যমের হাত ধরে
সে বেঁচে থাকাকে খুঁজেছে।
তাও কি পেয়েছে?

আহা! হারিয়ে গেছে
মনের মাঝে তার
ইচ্ছেগুলির আনাগোনা!
যেন ইছামতি নদীর
শুকনো বুকে আজও
খোঁজে আনন্দের অমৃত,
সেই ভ্রান্ত মানব ছানা!
নাম ও পরিচযের বাইরে,
পাওয়া না পাওয়াকে ছাড়িয়ে,
আগন্তুক কিন্তু অতিথি!

-- নয়ন
মঙ্গল, 30 জুলাই 2024
দুপুর 12:40, পাটনা

Thursday, July 25, 2024

चुल्लू भर पानी की खोज - Stupid search for a puddle


क्या समंदर छोड़ मैं चला
करने चुल्लू भर पानी की खोज?
सोचा था क्यों मुरख मन ने
कि संभलेगा नहीं यह बोझ?

ओस की बूंद व तितली की
स्थिरता को ही क्या चाहा था मैंने?
पर अकल बेच आस्था गँवाकर
क्यों किया था धैर्य से किनारा?

घट घट भटकता मैं चला
लेकरके क्यों फूटा लोटा?
गागर में सागर सिमटने को
क्या बह निकलेगा सारा जल?

कुछ पाने की जद्दोजहद ने क्या
काफ़ी कुछ न होने था दिया?
तो चीखने चिल्लाने व रोने के बजाय
क्यों बेजुबान अब बैठा है आंखें मूंद?

मुस्कान ने क्यों खोया मधुर को?
धैर्य को न मिला क्या साहस का सहारा?
प्यासी अधरें क्या थीं इतनी अंधी?
न दिखा, बारिश से लहरों का उफान?

नयन
25 जुलाई 2024
दोपहर 11:43, पटना

Wednesday, July 24, 2024

of this man, make a mighty make


The decision to self-destruct -
Was it made in heaven,
or midst the mortal realm?

The proverbial phrase
laughs now at the foolishness
that then seemed real like flesh!

The shimmer of hope
now simmers and shivers,
brooding over and over and over.

This weariness, unending,
now seeks strength from
thy eternal sea of compassion!

For neither guilt nor pain,
neither sadness nor shame,
can bear the burn of infinite run!

No more for forgiveness, can pray;
no more for blame, can game play;
as ultimate growing awaits the shore!

So give not spoon, give not boon;
wish not trade, and wish not shade;
and of this man, make a mighty make!

-- nayan
Wed, 24th July 2024
7:20 pm, Patna

(image courtesy: https://www.pexels.com/search/beach%20sunrise)


Saturday, June 15, 2024

কেউই পুরোপুরি চলে যায় না (No one is gone totally)


কেউই পুরোপুরি চলে যায় না,
কোনও না কোনও অংশ রয়েই যায়।
সে যা কিছুই গিয়েছিল ছুঁয়ে,
সে সবেতেই তার লেশ থাকে লেগে।
জীবনের মরণের সীমানা পেরিয়েও,
অদৃশ্য অসীমে তাকে খুঁজে না পেলেও,
চলে যাওয়া জীবনটি রয়েই যায়
চিরজীবন আমাদের মনের অ্যালবামে।

নয়নের দৃষ্টিপটে হয়ত
আর তাকে দেখা যায় না,
শ্রবণের শক্তিতে হয়ত
আর তাকে ধরা যায় না,
হাঁসিঠাট্টা, কান্না, ভালবাসায়
হয়ত সে আর সাথে থাকে না,
কিন্তু স্মৃতির রেখাগুলোতে
তার আঁকা পথের চিহ্ন পাওয়া যায়।

জেনো যে যতদিন তুমি আছো,
তোমার স্মৃতিতে সেও আছে বেঁচে।
সৃষ্টির অনন্তে রয়েছে সেও
কোথাও কোনও না কোনও রূপে,
শুধু আমাদের জানার বাইরে।
থেমে যেও না, ভেঙে পরো না,
মনে রেখে এই সৌভাগ্য, যে
পথে তার সাথে দেখা হয়েছিল।

দূরে চলে যাওয়ার কারণ
যাই থাকুক না কেন, জেনো যে
কেউই পুরোপুরি চলে যায় না।
বিরহের কঠিন মুহূর্তগুলিতে
তার সাথে জীবনের ভালো
স্মৃতিগুলো যেন সঙ্গে থাকে,
শক্তি যোগায়, ভরসা দেয় -
যেন ভাল থেকো, এগিয়ে যেও।

-- নয়ন
শনিবার, 15 জুন 2024
দুপুর 12:21, পাটনা

Friday, May 31, 2024

লক্ষ্মীবারে লক্ষ্মী এলো Lokkhibare Lokkhi Elo

লক্ষ্মীবারে লক্ষ্মী এলো

মায়ের কোলে ভুঁয়েতে,

মেয়েটি আজ জননী হলো

বড় মায়ের কৃপা-আলোতে।


ন'মাসের ধারণ আজ পূর্ণ,

দিয়া অপূর্ব আজ জ্বলাতে,

মায়ের প্রাণের শিখা সে যে,

নবশিশু এলো যে আজ ধরাতে।


বাবা মায়ের আনন্দ অশেষ

স্নেহে সুরক্ষিত তাঁরা রেখেছে,

প্রাণটি তাঁদের এই কোমল রূপে

ভালোবাসার ডোরে বেঁধেছে।


স্বপন দেখে চলে মন, জীবনের

ধারায় যেন হোক সে জয়ী।

লক্ষ্মীবারে লক্ষ্মী এলো

নাম পড়লো 'আরোহী'।


- নয়ন

শুক্রবার, 31 মে 2023

সকাল 8:45, পাটনা


(গতকাল 30 তারিখে বোনের কন্যা শিশু জন্মের উপলক্ষে লেখা)

Wednesday, May 22, 2024

অসীমত্বের স্পর্শকাতরতা (In Fear and Love of the Infinite)


ভবসাগরের মাঝধারে
নির্বুদ্ধ জীবনের সব দায় 
আমার, রইল কেবলই হায় 
চিরন্তন ভালবাসার প্রতীক্ষা!

অফুরন্ত ভাণ্ডার হতে শেষ,
রাঙা রক্তের শেষ নিমেষ,
ধমনী হতে বইতে বইতে,
আর পারল না শেষে সইতে!

যুগল কণ্ঠের খোঁজে
হৃদযে বেতান ঝংকার বাজে।
স্বপ্নের সুন্দর কে ঠেলে দূরে
ভুল করলে হে অহংকার!

ভুল ত্রুটি ক্ষমা কৃপার ঊর্ধ্বে -
যিনি অসীমের বীণায় বাজান
মানব বক্ষে নির্মলের ছোঁয়া -
তাঁরই শরণাপন্ন আজি, হে সত্য!

প্রাণপণে দিয়ে আজ
অশ্রুজলের অঞ্জলী,
মহাবিশ্বের মাতৃত্বে দিও
মোর মলিনতা মুছিয়ে!

এই করজোর মোর
কভু আর করো না কৃপণ,
সৃষ্টির উৎস হতে ফুটুক
শিরায় শিরায় মঙ্গল তান, হে শিব!

ভালোলাগার ইচ্ছাপটে
চললই বা অনিচ্ছার তাণ্ডব,
তবু দিও গো মতি, করো না
ঝড়ের ঝাপটায় দিকভ্রম!

মৃত্যুর হাতছানিতেও যেন
হোক জীবনের স্পন্দন,
ভাবের অভাবকে পূর্ণ করে, দিও
একাকীত্বের একাত্মতা, হে সুন্দর!

- নয়ন
বুধবার 22 মে 2024
দুপুর 12, পাটনা

Friday, May 17, 2024

ঠিক আছিস তো? (thik achish to?)



অভ্যর্থনা, প্রসংশা বা

শব্দে যত্নের প্রকাশ -

এগুলোর দরকার হয় তখনই,

যখন মানুষের মনের মাঝের

দূরত্বটা শক্তরুপ ধরে থাকে।

কিন্তু সেই দেয়ালটা মিটে গেলে,

সেই মনোমালিন্যটা মুছে গেলে,

আর প্রয়োজন হয়না কৃত্রিমতার -

এত চেষ্টার, এত তুষ্ট করার।

মানুষের নির্মল মনের স্পর্শ

তখনই পাওয়া যায় যখন

সে অপরের ভালোর ইচ্ছায়

নিজেকে হারিয়ে ফেলে, ভুলে যায়...

বা হয়ত কোনও কারণবশত

কারোর মধ্যে কিছু এমন ঘটেছে,

যে সে চোখ খুলে চাইতে পারছে না,

মুখ খুলে বলতে পারছে না আর, 

কিন্তু প্রাণের টানটি তবু জানতে চাইছে...

তখন সে অনায়াসেই বড় হয়ে ওঠে -

চায়না যে অন্য কেউ দেখুক,

চায়না কোনও ঢাক-ঢোল পেটাতেও।

কেবল নির্ভেজাল ভালবাসা

বুক দিয়ে বেরোয় - চোখের দৃষ্টিতে,

নিঃশ্বাসের স্বপ্নে, মুক প্রার্থনায়।

তখন কেবল সেই কথাটি ভেসে আসে -

"ঠিক আছিস তো?"


- নয়ন

শুক্রবার, 17 মে 2024

দুপুর 2:00, পাটনা 

Wednesday, April 17, 2024

ক্ষমা - Forgiveness


জীবনে কোন এক সময় যেন

কাঙালও আর চায় না চাইতে,

তখন হৃদয়টা দূরে চলে যায়,

পারা যায় না আর আটকাতে!


ও যে বললো না পুরোটা খুলে,

আর এ যে পেল না দেখতে

শব্দের ফাঁকের অপ্রকাশিত কথাগুলি -

অবোধ মন যে আর বুঝলো না!


মর্মে লাগা আঘাতের লালরঙ,

তাই সেখানে থাকতে চায়নি এ আর,

যেখানে হতো বারংবার কষ্টের স্পর্শ -

ভালবাসার উপর আত্মসন্মান হয় জয়ী!


একটিমাত্র সুযোগের আশায়

প্রার্থনায় নত মর্মান্তিক হৃদয়টি

নির্মম প্রত্যাখ্যানই পেয়েছিল,

বুকের কষ্ট চেপেও এ ফিরে তাকায়নি!


অভিজ্ঞতার মধুর মুহূর্তগুলি তবু

কিন্তু বারে বারে পড়ে যায় মনে,

কঠোর নির্ণয়ের সামনে সমানে

নিজেকে খাটো করে যায়।


যা হয়ে গেল তা ঠিক হল কিনা,

যা ছিল তা ছিল সত্যি নাকি মনের ভুল,

তা কি কখনই আর জানা যাবে?

বিধাতার দরবারে রবে কেবল ক্ষমা-ভীক্ষা!


রাগ আর অমুক প্রত্যাশা যেন কেউ না করে,

কাছের মানুষকে যেন চলে যেতে বাধ্য না করে।

দূরে থেকেও কেবলই রবে ওর ভালথাকার কামনা -

তাই নিরন্তর বড়মায়ের মন্দিরে প্রার্থনার আর্জি!


- নয়ন

বুধবার, 17 এপ্রিল 2024

দুপুর 2টা, কলকাতা

Thursday, March 21, 2024

বিচ্ছিন্নতার পার থেকে



ছোট্ট মিনির মনের দশা
পারে না বুঝতে কেউ -
কেন শোনে না মোর মনের কথা,
আমার জবাব দেয় না একটাও?

চোখের জল জিজ্ঞেস করে যায় -
এপার থেকে শব্দের স্পন্দন
কেন হৃদয়ের জানালায় তার
একটুও টোকা দেয় না?

ভালো লাগা মানুষটা হঠাৎ
এরম কীকরে হয়ে গেল?
কোথায় ভুল হল,
কত বড় ভুল হয়ে গেল?

বেদনায় নিজেকেই দুষতে দুষতে
জ্ঞানের কথা শুনতে পায় না মিনি!
ওরে! ভালোবাসা যে এখনও একই,
কেবল জানা চাওয়া রূপটি আর নেই!

অভিমান, দুঃখ, রাগ, আর হিংসেতে
ভিতরটা যেন হাহাকার করে ওঠে!
সে বোঝাতে চেয়েছে বারংবার,
কিন্তু মিনির ভেঙে পড়া মন বোঝেনি!

সে তাই এখন নিশ্চুপ, তার কাছে
শব্দের আঁকিবুকি পৌঁছোয় ঠিকই, 
কিন্তু সে যে আর জবাব দিতে পারে না,
তাই বড় মায়ের চৌখাটে শুধু তার মিনতি!

প্রার্থনার পর প্রার্থনা যেন
ওপার থেকে ভেসে আসা
অবুঝ আওয়াজের প্রতিধ্বনি
হয়ে রয়ে যায় আকাশে!

মিনি হয়ত শুনতে পাবে না আজ,
কিন্তু কোনও একদিন ও বুঝবে।
ভীষন কষ্ট পেয়ে সেও তো বুঝেছিল,
এই বিরাট ভুবনে তার নিজের স্থান!

বড় মায়ের সংসারে, তিনি
যেভাবে রাখেন, সেভাবেই থাকি,
আপন জোর খাটানোর
আস্পর্ধা নেই কারোরই!

কিন্তু ক্ষণিকের 'আমি '-র
চাওয়া পাওয়ার মাঝেই,
বড় 'আমি' হয়ে ওঠার
রয়েছে অদম্য সুযোগ!

মাও যেন বসে আছেন অপেক্ষায়,
সময়ের হাত ধরে যেদিন মুছে
মনের কালি, চোখ মেলে চাইবে মেয়ে,
সমস্ত জবাব পেয়ে যাবে সে!

- নয়ন
বিকেল 5:37,
বৃহস্পিবার, 21 মার্চ 2024
পাটনার কাছেই কোথাও আকাশপথে

Thursday, March 7, 2024

जाने अंजाने में – Knowingly and Unknowingly


जाने अंजाने में

बहुत से जीवन को

चोट पहुंचाता हूं,

इसीलिए माफ़ी मांगता हूं मैं।


जाने अंजाने में

बहुत से प्राणी

मेरे जीवन को समृद्ध करते हैं,

इसीलिए शीष झुकाता हूं मैं।


जाने अंजाने में

कितने ही क्षण

जीवन की सीख दे जाते हैं,

इसीलिए (ख़ुद को) धन्य मानता हूं मैं।


जाने अंजाने में

सुख, दुख, हंसना व

रोने के बीच डोलता रहता हूं,

इसीलिए मां तुझे याद करता हूं मैं।


जाने अंजाने में

सूखे तपते अधरों में प्यार–परवाह की

शीतल बूंदों की आस लिए बैठता हूं,

इसीलिए दुआ मांगता हूं मैं।


जाने अंजाने में

मटमैले पानी में साफ समझ की

धारा का स्पर्श पाता हूं,

इसीलिए नमन करता हूं मैं।


जाने अंजाने में

तेरे रहम के कलम की

लिखाई को पढ़ पाता हूं,

इसीलिए फिक्र को त्याग पाता हूं मैं।


जाने अंजाने में

अनंत अस्तित्व की झलक में

अपना स्थान समझ पाता हूं,

इसीलिए ख़ुद को अर्पण करता हूं मैं।


– नयन

दोपहर 11:40,

बृहस्पतिवार, 7 मार्च 2024

पटना

Friday, February 9, 2024

i miss you terribly


my heart breaks again and again
trying to erase your memories.
how hard it is to forget!
how has the fragile pigment of ink
become so unwashable?

i let tears flow freely
in a vain hope that it shall
rub my slate clean,
and rid me of this pain -
unbearable, illogical, unnecessary!

i miss you terribly, and
moments of pain pulsates
through my very being.
i try to forget, but every little instance
brings you back, live and knocking!

so many words remained unspoken,
so much time remained unspent,
and yet i can speak no more,
i can reachout no further,
somethings are not meant to be!

in this mote of dust
suspended in a sunbeam,
gratefulness is all that i cherish,
that i could live what until now
was just a four lettered word!

it is all that i have, and
it is all that i will keep having,
that i shall be a well-wisher
until the last breath blows,
until my flame flies off!

- nayan
5:40pm, Friday, February the 9th, 2024
patna

Thursday, February 8, 2024

because YOU ARE



You are asking me
if I'll see you all the time...
But, I wanna tell you this -
I wanna see you
when you're feeling
the most wonderful
within yourself.
And I wanna see you
when you're feeling
the most horrible
within yourself.
I may not see you
all the time.
But yes, I wanna see you
at these two times.
So, will you allow me access
to you at these two times?
And don't you worry -
I won't judge you.
I just want to show you -
YOU through my eyes,
And tell you this -
that these two
are actually not YOU!
So, don't you go
hunting or shaming your image.
For you are simply
because YOU ARE!
So, don't you fall
for criticism or praise.
Doesn't need recognition -
Beautiful you are simply
because YOU ARE!
Without any need of purpose
or pride or importance or guilt,
you can simply BE
because YOU ARE!

nayan
9am, Thu, 8th Feb 2024
Patna


(Image Courtesy: https://www.alamy.com/stock-photo/happy-unhappy-contrast.html)


Monday, January 1, 2024

I'm just a traveller


I'm just a traveller,
Journeying through time
And space, in various vehicles,
Some offered comfort, some did not,
Some drew me in, some did not,
And I started thinking
The platform as my home!

I'm just a traveller,
On a long road to redemption
I got down for a view,
But I started fighting
With the co-travellers, coolies, and
The station master on the platform
Who came and went by each day,
But I could not see!

I'm just a traveller,
On a ride bumping through 
Mountains of rocks, and peaks of snow,
Lands of sands, and rivers of dry beds,
Where oceans and storms
Of the within and without,
In noisy chains clash, peaceless,
And I forget, that it would also not stay!

I'm just a traveller,
Stopping by the dharmshalas and dhabas,
In search of meaning to the journey itself,
That people stop judging me,
That I can stop judging myself,
And I fail to fathom the futility
Of each of our's separate globes,
Forgetting that we can't justify life!

I'm just a traveller,
On a long tale, unending it seems,
Of sun, sand, water and wind,
Where the longing for respite
From the travel, dreary an' demanding,
Pulls me close into
The loving lap of Thy love,
And I wish it were everlasting!


[My attempt at reciting this piece: https://on.soundcloud.com/Hry4w]

- nayan
monday, 01/01/2024
marol, andheri east, mumbai

(Image Courtesy: