Let the pages of this diary take you through the deep and beautiful corridors of the Musical Poet's heart, mind and beyond...
Thursday, November 28, 2024
the illusion of the ability to control
কীই বা বলতে পারি? What can I say?
Monday, November 11, 2024
বেয়াল্লিশের ওপারে - Beyallisher Opare
Saturday, October 12, 2024
কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?
Saturday, October 5, 2024
সত্যের ছোঁয়ায় - Sotyer Chhonwaye (In Touch Of Truth)
Monday, September 23, 2024
ভালোবাসা আর ভয় - Bhalobasha aar Bhoy
Thursday, September 5, 2024
পেয়ারা গাছ - Guava Tree
আমার প্রিয় পেয়ারা গাছটি আজ বৃদ্ধ!
আজ তাকে কেটে ফেলার কথা হয়!
কিন্তু আমার স্পষ্ঠ মনে আছে -
পেয়ারা গাছের সঙ্গে আমার ছোট বেলার খেলা,
তার সঙ্গে জড়িয়ে থাকা বাল্য কালের
এবং একটু বড় বয়সের সুখ-দুঃখ!
সেই যখন খুব ছোট্ট আমি -
পেয়ারা গাছটি আমার কাছে
বিশাল কিছু মনে হত,
আমি মাথা উঠিয়ে দেখতাম
বড় পেয়ারা গাছ কে -
খুব ভাল লাগত আমার তাকে!
আবার হয়ত সে একজন বন্ধুর মত
যখন আমি একটু বড় হলাম, তখন
আমার সমস্ত আনন্দ-কষ্টের কথা -
পেয়ারা গাছকেই তো বলতাম, আমি!
মনে হতো সে -
আমার আনন্দে আনন্দিত,
আমার দুঃখে পীড়িত,
আমায়ে উচ্ছসিত করছে,
নিরাশায়ে আশার আলো দেখাচ্ছে!
কিম্বা হয়ত সে একজন গুরুজন -
আমায়ে ঠিক পথ চিনিয়েছে
যখন-যখন আমি পথ হারিয়েছি!
ভগবানের মত, আমার মায়ের মত
অন্ধকারময় জীবনটাকে প্রকাশিত করে তুলেছে!
* * *
এবার একটি আশ্চর্য ঘটনা বলি -
পেয়ারা গাছের পাশের উঠুনের একটি অংশ
একটু ফেটে গিয়েছিল -
বোধ হয় তারই শিকড়ের জন্য।
সেটাকে সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়, কিন্তু -
মায়ের পায়ের ছাপ তাতে পড়ে যায়!
আমি দুঃখের দিনে সেই ছাপটিকে
কত বার প্রনাম করেছি!
* * *
আজ আর পেয়ারা গাছের তলে
মায়ের পায়ের সেই ছাপটিকে খুঁজে পাই না!
হয়ত সেটা মিটে গেছে, বা
ধুলায়ে চাপা পড়ে গেছে -
তার বোধহয় আর অস্তিত্ব নেই!
আমার প্রিয় পেয়ারা গাছটিও আজ বৃদ্ধ,
তার অনেক ডাল পাতা শুন্য,
বেশির্ভাগ পাতা হলুদ হয়ে গেছে!
এমন কখনও হয়নি! মনে পড়ে -
ক্লাসে এভারগ্রীন গাছের পাতা সাটতে দিয়েছিল -
আমি পেয়ারা গাছের পাতা সেঁটে নিয়ে গিয়েছিলাম!
হয়ত, দীর্ঘদিনের অযত্নে,
দারুন ক্ষতি হয়েছে!
মনে হয়, যেন সে নিজের
মহা-মরণের জন্য তৈরী হচ্ছে!
তাকেও বোধহয় কিছু দিন পরে -
খুঁজে পাওয়া যাবে না!
তারও ওই মায়ের পায়ের ছাপের
মতো, অস্তিত্ব থাকবে না!
আমার প্রিয় পেয়ারা গাছ,
প্রানের থেকেও প্রিয়!
আমার কাছে কখনও আশ্চর্য কিছু,
বিশাল কিছু, বড় ভাল কিছু!
কখনও বা বন্ধুর মত, সখার মত!
আবার কখনও গুরুজনের রূপে,
ভগবানের রূপে, মায়ের রূপে!
আমার সুখ-দুঃখের সাথী,
দুঃসময়ের সাহারা,
আলো আর অন্ধকারের জীবনে
আমার পথ-দ্রষটা!
আমার পেয়ারা গাছের,
আমার মাঝ থেকে
চলে যাবার আগে, আমি -
পেয়ারা গাছের একটি ছবি
নয়নের ক্যামেরা দিয়ে তুলে
রেখে দেবো মনের এলবামে!
নয়ন
সোমবার, 29 ডিসেম্বর 2003
পাটনা
(পেয়ারা গাছের ছবিটি অনেক পরে 2024 সালের 5 সেপ্টেম্বরে তোলা। তখন গাছটি বেঁচে উঠেছে। কবিতাটি অনেক আগে লেখা।)
Sunday, August 25, 2024
How can one fake?
May you understand
Sunday, August 18, 2024
मुक्ति दीजिए प्रभु Mukti Dijiye Prabhu
Wednesday, August 7, 2024
Redemption beyond redemption
Thursday, August 1, 2024
নবজাতকের অংকুর - Nobojatoker Onkur
Tuesday, July 30, 2024
Tamed
আগন্তুক কিন্তু অতিথি - the visitor is still a guest
Thursday, July 25, 2024
चुल्लू भर पानी की खोज - Stupid search for a puddle
Wednesday, July 24, 2024
of this man, make a mighty make
Saturday, June 15, 2024
কেউই পুরোপুরি চলে যায় না (No one is gone totally)
Friday, May 31, 2024
লক্ষ্মীবারে লক্ষ্মী এলো Lokkhibare Lokkhi Elo
লক্ষ্মীবারে লক্ষ্মী এলো
মায়ের কোলে ভুঁয়েতে,
মেয়েটি আজ জননী হলো
বড় মায়ের কৃপা-আলোতে।
ন'মাসের ধারণ আজ পূর্ণ,
দিয়া অপূর্ব আজ জ্বলাতে,
মায়ের প্রাণের শিখা সে যে,
নবশিশু এলো যে আজ ধরাতে।
বাবা মায়ের আনন্দ অশেষ
স্নেহে সুরক্ষিত তাঁরা রেখেছে,
প্রাণটি তাঁদের এই কোমল রূপে
ভালোবাসার ডোরে বেঁধেছে।
স্বপন দেখে চলে মন, জীবনের
ধারায় যেন হোক সে জয়ী।
লক্ষ্মীবারে লক্ষ্মী এলো
নাম পড়লো 'আরোহী'।
- নয়ন
শুক্রবার, 31 মে 2023
সকাল 8:45, পাটনা
(গতকাল 30 তারিখে বোনের কন্যা শিশু জন্মের উপলক্ষে লেখা)
Wednesday, May 22, 2024
অসীমত্বের স্পর্শকাতরতা (In Fear and Love of the Infinite)
Friday, May 17, 2024
ঠিক আছিস তো? (thik achish to?)
অভ্যর্থনা, প্রসংশা বা
শব্দে যত্নের প্রকাশ -
এগুলোর দরকার হয় তখনই,
যখন মানুষের মনের মাঝের
দূরত্বটা শক্তরুপ ধরে থাকে।
কিন্তু সেই দেয়ালটা মিটে গেলে,
সেই মনোমালিন্যটা মুছে গেলে,
আর প্রয়োজন হয়না কৃত্রিমতার -
এত চেষ্টার, এত তুষ্ট করার।
মানুষের নির্মল মনের স্পর্শ
তখনই পাওয়া যায় যখন
সে অপরের ভালোর ইচ্ছায়
নিজেকে হারিয়ে ফেলে, ভুলে যায়...
বা হয়ত কোনও কারণবশত
কারোর মধ্যে কিছু এমন ঘটেছে,
যে সে চোখ খুলে চাইতে পারছে না,
মুখ খুলে বলতে পারছে না আর,
কিন্তু প্রাণের টানটি তবু জানতে চাইছে...
তখন সে অনায়াসেই বড় হয়ে ওঠে -
চায়না যে অন্য কেউ দেখুক,
চায়না কোনও ঢাক-ঢোল পেটাতেও।
কেবল নির্ভেজাল ভালবাসা
বুক দিয়ে বেরোয় - চোখের দৃষ্টিতে,
নিঃশ্বাসের স্বপ্নে, মুক প্রার্থনায়।
তখন কেবল সেই কথাটি ভেসে আসে -
"ঠিক আছিস তো?"
- নয়ন
শুক্রবার, 17 মে 2024
দুপুর 2:00, পাটনা
Wednesday, April 17, 2024
ক্ষমা - Forgiveness
জীবনে কোন এক সময় যেন
কাঙালও আর চায় না চাইতে,
তখন হৃদয়টা দূরে চলে যায়,
পারা যায় না আর আটকাতে!
ও যে বললো না পুরোটা খুলে,
আর এ যে পেল না দেখতে
শব্দের ফাঁকের অপ্রকাশিত কথাগুলি -
অবোধ মন যে আর বুঝলো না!
মর্মে লাগা আঘাতের লালরঙ,
তাই সেখানে থাকতে চায়নি এ আর,
যেখানে হতো বারংবার কষ্টের স্পর্শ -
ভালবাসার উপর আত্মসন্মান হয় জয়ী!
একটিমাত্র সুযোগের আশায়
প্রার্থনায় নত মর্মান্তিক হৃদয়টি
নির্মম প্রত্যাখ্যানই পেয়েছিল,
বুকের কষ্ট চেপেও এ ফিরে তাকায়নি!
অভিজ্ঞতার মধুর মুহূর্তগুলি তবু
কিন্তু বারে বারে পড়ে যায় মনে,
কঠোর নির্ণয়ের সামনে সমানে
নিজেকে খাটো করে যায়।
যা হয়ে গেল তা ঠিক হল কিনা,
যা ছিল তা ছিল সত্যি নাকি মনের ভুল,
তা কি কখনই আর জানা যাবে?
বিধাতার দরবারে রবে কেবল ক্ষমা-ভীক্ষা!
রাগ আর অমুক প্রত্যাশা যেন কেউ না করে,
কাছের মানুষকে যেন চলে যেতে বাধ্য না করে।
দূরে থেকেও কেবলই রবে ওর ভালথাকার কামনা -
তাই নিরন্তর বড়মায়ের মন্দিরে প্রার্থনার আর্জি!
- নয়ন
বুধবার, 17 এপ্রিল 2024
দুপুর 2টা, কলকাতা
Thursday, March 21, 2024
বিচ্ছিন্নতার পার থেকে
Thursday, March 7, 2024
जाने अंजाने में – Knowingly and Unknowingly
जाने अंजाने में
बहुत से जीवन को
चोट पहुंचाता हूं,
इसीलिए माफ़ी मांगता हूं मैं।
जाने अंजाने में
बहुत से प्राणी
मेरे जीवन को समृद्ध करते हैं,
इसीलिए शीष झुकाता हूं मैं।
जाने अंजाने में
कितने ही क्षण
जीवन की सीख दे जाते हैं,
इसीलिए (ख़ुद को) धन्य मानता हूं मैं।
जाने अंजाने में
सुख, दुख, हंसना व
रोने के बीच डोलता रहता हूं,
इसीलिए मां तुझे याद करता हूं मैं।
जाने अंजाने में
सूखे तपते अधरों में प्यार–परवाह की
शीतल बूंदों की आस लिए बैठता हूं,
इसीलिए दुआ मांगता हूं मैं।
जाने अंजाने में
मटमैले पानी में साफ समझ की
धारा का स्पर्श पाता हूं,
इसीलिए नमन करता हूं मैं।
जाने अंजाने में
तेरे रहम के कलम की
लिखाई को पढ़ पाता हूं,
इसीलिए फिक्र को त्याग पाता हूं मैं।
जाने अंजाने में
अनंत अस्तित्व की झलक में
अपना स्थान समझ पाता हूं,
इसीलिए ख़ुद को अर्पण करता हूं मैं।
– नयन
दोपहर 11:40,
बृहस्पतिवार, 7 मार्च 2024
पटना