Nayan | WritersCafe.org

Monday, September 23, 2024

ভালোবাসা আর ভয় - Bhalobasha aar Bhoy



ভয় পাও বলে কি ভালোবাসো?
নাকি ভালোবাসো তাই পাও ভয়?
বেড়ে উঠলেও বড় হওনি বোধহয়,
তাই রয়ে গেছে মনে এই সংশয়।

ভালোবাসা হলে ভয় হবে না,
ভয় থাকলে ভালোবাসা নেই,
এই দুই একসাথে থাকে না,
ভালোবাসাকে ভুল বুঝেছো তাহলে।

ভয়ের আচ্ছাদনে সন্দেহ-সংশয়রা
লুকোচুরি করে, দমবন্ধ করা
রুদ্ধশ্বাস যেখানে বুকে টিপটিপ করে,
ভালো চাওয়া সেখানে যায়না।

ভালোবাসার আঙ্গিনায় কিন্তু
কাউকে আটকে রাখা থাকে না,
নিজস্ব চাওয়া ফেলে শুধু দেখা -
যাকে ভালোবাসি, সে ভালো আছে তো!

প্রত্যাশারও স্বার্থ সেখানে ঘর করে না,
রাগ-বিদ্বেষ সেখানে আসতে পারে না,
নিজের খেয়াল যেখানে আর থাকে না,
ভালোবাসার পাত্রটিই শুধু রয়ে যায়।

ভালোবাসা সত্যের ছোঁয়া হারায়
যদি ভুলকে তার সংজ্ঞা দিয়ে বসো!
ভালোবাসা মুক্ত করে, তাতে
ধরে রাখার প্রবণতা থাকে না।

যাকে ভালোবাসো, সে তোমার! -
এটা ভাবা যে ভীষণ ভুল!
আর সে তোমারই অনুসারে চলবে! -
এ কিন্তু ভালোবাসা নয়।

জলজ্যান্ত একটি প্রাণ -
সে কীকরে তোমার-আমার হতে পারে?
জীবনকে বস্তুতে পরিণত করে যা -
কীকরে তা ভালোবাসা হতে পারে?

জীবন, ফুলেরই হোক বা মানুষের -
ফুটে ওঠে, সুগন্ধ ছড়ায়, আবার ঝরেও পড়ে।
তার ভালোবাসা সুগন্ধ ছড়ানো - তাকে
মুঠোয় ধরতে গেলে তো সে মারাই পড়বে!

তাই সত্যের আলোয় এসো,
চৌদিকে চেয়ে দেখো,
ধরে রাখার নেই কিছুই এখানে,
আছে কেবলই ভালোবাসা! 

বিদ্বেষ, বেদনা, সন্দেহ, সংশয় 
মুক্ত হও, দেরি করো না আর!
অনেক করেছো বহন,
এবার ফেলে দাও এই ভার!

সত্যকে বুঝতে সাহসী হও
বন্ধু, মিথ্যা করোনা হাহুতাশ!
চোখ খুলে চাও, দেখো
আলো, জল আর বাতাস!

-- নয়ন
সোমবার, 23 সেপ্টেম্বর 2024
দুপুর 12:45, পাটনা

No comments:

Post a Comment