Nayan | WritersCafe.org

Wednesday, April 17, 2024

ক্ষমা - Forgiveness


জীবনে কোন এক সময় যেন

কাঙালও আর চায় না চাইতে,

তখন হৃদয়টা দূরে চলে যায়,

পারা যায় না আর আটকাতে!


ও যে বললো না পুরোটা খুলে,

আর এ যে পেল না দেখতে

শব্দের ফাঁকের অপ্রকাশিত কথাগুলি -

অবোধ মন যে আর বুঝলো না!


মর্মে লাগা আঘাতের লালরঙ,

তাই সেখানে থাকতে চায়নি এ আর,

যেখানে হতো বারংবার কষ্টের স্পর্শ -

ভালবাসার উপর আত্মসন্মান হয় জয়ী!


একটিমাত্র সুযোগের আশায়

প্রার্থনায় নত মর্মান্তিক হৃদয়টি

নির্মম প্রত্যাখ্যানই পেয়েছিল,

বুকের কষ্ট চেপেও এ ফিরে তাকায়নি!


অভিজ্ঞতার মধুর মুহূর্তগুলি তবু

কিন্তু বারে বারে পড়ে যায় মনে,

কঠোর নির্ণয়ের সামনে সমানে

নিজেকে খাটো করে যায়।


যা হয়ে গেল তা ঠিক হল কিনা,

যা ছিল তা ছিল সত্যি নাকি মনের ভুল,

তা কি কখনই আর জানা যাবে?

বিধাতার দরবারে রবে কেবল ক্ষমা-ভীক্ষা!


রাগ আর অমুক প্রত্যাশা যেন কেউ না করে,

কাছের মানুষকে যেন চলে যেতে বাধ্য না করে।

দূরে থেকেও কেবলই রবে ওর ভালথাকার কামনা -

তাই নিরন্তর বড়মায়ের মন্দিরে প্রার্থনার আর্জি!


- নয়ন

বুধবার, 17 এপ্রিল 2024

দুপুর 2টা, কলকাতা

Thursday, March 21, 2024

বিচ্ছিন্নতার পার থেকে



ছোট্ট মিনির মনের দশা
পারে না বুঝতে কেউ -
কেন শোনে না মোর মনের কথা,
আমার জবাব দেয় না একটাও?

চোখের জল জিজ্ঞেস করে যায় -
এপার থেকে শব্দের স্পন্দন
কেন হৃদয়ের জানালায় তার
একটুও টোকা দেয় না?

ভালো লাগা মানুষটা হঠাৎ
এরম কীকরে হয়ে গেল?
কোথায় ভুল হল,
কত বড় ভুল হয়ে গেল?

বেদনায় নিজেকেই দুষতে দুষতে
জ্ঞানের কথা শুনতে পায় না মিনি!
ওরে! ভালোবাসা যে এখনও একই,
কেবল জানা চাওয়া রূপটি আর নেই!

অভিমান, দুঃখ, রাগ, আর হিংসেতে
ভিতরটা যেন হাহাকার করে ওঠে!
সে বোঝাতে চেয়েছে বারংবার,
কিন্তু মিনির ভেঙে পড়া মন বোঝেনি!

সে তাই এখন নিশ্চুপ, তার কাছে
শব্দের আঁকিবুকি পৌঁছোয় ঠিকই, 
কিন্তু সে যে আর জবাব দিতে পারে না,
তাই বড় মায়ের চৌখাটে শুধু তার মিনতি!

প্রার্থনার পর প্রার্থনা যেন
ওপার থেকে ভেসে আসা
অবুঝ আওয়াজের প্রতিধ্বনি
হয়ে রয়ে যায় আকাশে!

মিনি হয়ত শুনতে পাবে না আজ,
কিন্তু কোনও একদিন ও বুঝবে।
ভীষন কষ্ট পেয়ে সেও তো বুঝেছিল,
এই বিরাট ভুবনে তার নিজের স্থান!

বড় মায়ের সংসারে, তিনি
যেভাবে রাখেন, সেভাবেই থাকি,
আপন জোর খাটানোর
আস্পর্ধা নেই কারোরই!

কিন্তু ক্ষণিকের 'আমি '-র
চাওয়া পাওয়ার মাঝেই,
বড় 'আমি' হয়ে ওঠার
রয়েছে অদম্য সুযোগ!

মাও যেন বসে আছেন অপেক্ষায়,
সময়ের হাত ধরে যেদিন মুছে
মনের কালি, চোখ মেলে চাইবে মেয়ে,
সমস্ত জবাব পেয়ে যাবে সে!

- নয়ন
বিকেল 5:37,
বৃহস্পিবার, 21 মার্চ 2024
পাটনার কাছেই কোথাও আকাশপথে

Thursday, March 7, 2024

जाने अंजाने में – Knowingly and Unknowingly


जाने अंजाने में

बहुत से जीवन को

चोट पहुंचाता हूं,

इसीलिए माफ़ी मांगता हूं मैं।


जाने अंजाने में

बहुत से प्राणी

मेरे जीवन को समृद्ध करते हैं,

इसीलिए शीष झुकाता हूं मैं।


जाने अंजाने में

कितने ही क्षण

जीवन की सीख दे जाते हैं,

इसीलिए (ख़ुद को) धन्य मानता हूं मैं।


जाने अंजाने में

सुख, दुख, हंसना व

रोने के बीच डोलता रहता हूं,

इसीलिए मां तुझे याद करता हूं मैं।


जाने अंजाने में

सूखे तपते अधरों में प्यार–परवाह की

शीतल बूंदों की आस लिए बैठता हूं,

इसीलिए दुआ मांगता हूं मैं।


जाने अंजाने में

मटमैले पानी में साफ समझ की

धारा का स्पर्श पाता हूं,

इसीलिए नमन करता हूं मैं।


जाने अंजाने में

तेरे रहम के कलम की

लिखाई को पढ़ पाता हूं,

इसीलिए फिक्र को त्याग पाता हूं मैं।


जाने अंजाने में

अनंत अस्तित्व की झलक में

अपना स्थान समझ पाता हूं,

इसीलिए ख़ुद को अर्पण करता हूं मैं।


– नयन

दोपहर 11:40,

बृहस्पतिवार, 7 मार्च 2024

पटना

Monday, February 19, 2024

মনের কথা - Heart's words

 


জানিস মিয়াউ,

তোর  জীবনে হয়ত ছিল

আগেও কেউ কেউ,

কিন্তু আমার জীবনে

তুইই ছিলিস আমার 

প্রথম মনের মানুষ!


আমি জানিনা কবে

আমার এ কী হল -

কঠোর নিষ্প্রাণ হৃদয়টা

একেবারে গলে গেল,

আমার পুরো মনটা জুড়ে

হয়ে উঠেছিলি কেবল তুই!


গোটা জীবনটা ধরে

আমার, আমি কেবল

আমার কাজটাকেই

দিয়েছিলাম সব মান,

তুইই তো শেখালি যে

দিতে হয় সময় আরেকজন কে!


জীবনে প্রথমবার আমি 

সবকিছু ফেলে চাইলাম তোকে,

জীবনটাকে তোর চারিদিকে

ঘিরে বানাতে চাইলাম, আর

পাথরে হল প্রাণের সঞ্চার,

ভেসে উঠল মনে আনন্দের ধারা!


ফোনটা বাজলে মনে হতো

যেন তুই করেছিস কল,

আমি কান পেতে থাকতাম

তোর আওয়াজটা শুনব বলে,

ঘুমেও জেগে আনন্দ হতো,

শিখছিলাম ভালোবাসতে!


কিন্তু তুই হয়ত কখনও

দেখিসনি আমাকে সেভাবে, 

যেভাবে দেখেছিলাম 

আমি তোকে মনেতে,

তাই খুব কেঁদেছি হয়ত 

তুই কথা না বললে, রেগে গেলে!


সেই দীর্ঘ সপ্তাহে

যখন পেতাম না সাড়া,

ভালোবাসা, দুঃখ, অভিমান

খিচুড়ি পাকিয়ে গেছিল,

তোর ব্যস্ততা কেটে গেলে

তোকে জিজ্ঞেস করেছিলাম!


তোর উত্তরে করেছিলাম

শক্ত মনে সামলানোর চেষ্টা,

কথায় বুঝতে দিইনি হয়ত,

যদিও খুব কঠিন কেটেছিল

সময়টা! কিন্তু তুই আগের মতোই 

ছিলিস, আমিই ভুল বুঝেছিলাম!

 

আবার বন্ধুর মতো সময়ে

অনেকে পারেনা ফিরে যেতে,

কিন্তু আমি পেরেছি মনে হয়,

যদিও মাঝে মাঝেই কেঁদে ওঠে প্রাণ,

চোখ, কান, মন মনে করিয়ে দেয়,

তখন আর পারিনা সামলাতে!


আগে কখনও কোনও মেয়েকে 

শুনিনি এতো কাছ থেকে,

দেখিনি এতো মন দিয়ে,

বুঝিনি এতো গভীর ভাবে,

আবেগে, বিচারে, স্মৃতিতে, অনুভূতিতে

সবেতেই লেগে গেছিলি রে তুই!


লোকে আমাকে বোকা বলবে,

কিন্তু আমি জানি যে জীবনের

এই অনুপম উপহারটা আমাকে

বিপুলভাবে সমৃদ্ধ করেছে,

শিখিয়েছে ভালোবাসতে,

শিখিয়েছে বাঁচতে!


হয়ত অন্য কেউ এসে

তোর জায়গাটা নিয়ে নেবে,

হয়ত তোর সাথে কথা

ধীরে ধীরে কমে আসবে,

কিন্তু হৃদয়ের অন্তরটা

সেইরকমই রয়ে যাবে!


দরকারে ডাকবি তো আমায়?

যদি ফোন না তুলি, জানবি যে 

কষ্ট হচ্ছে সামলাতে, বা 

কোথাও পড়েছি আটকে,

জানান দিয়ে রাখিস, আমি 

সামলে গেলে সাড়া দেব নিশ্চয়ই!


চিরকাল থাকিস স্মৃতিতে ও স্নেহে -

চিরকাল রাখিস স্মৃতিতে ও স্নেহে -

এটা এসে চলে যাওয়া নয়, শুরু বা শেষও নয়, 

জীবনটা আসলে চলে না সরল রেখায়, 

বরং বয়েই যায় ভালোবাসায়!

ইতি তোর বেড়াল ছানা :-)


- নয়ন 
19 ফেব্রুয়ারী 2024 

সন্ধ্যা 6:30, পাটনা

Friday, February 9, 2024

i miss you terribly


my heart breaks again and again
trying to erase your memories.
how hard it is to forget!
how has the fragile pigment of ink
become so unwashable?

i let tears flow freely
in a vain hope that it shall
rub my slate clean,
and rid me of this pain -
unbearable, illogical, unnecessary!

i miss you terribly, and
moments of pain pulsates
through my very being.
i try to forget, but every little instance
brings you back, live and knocking!

so many words remained unspoken,
so much time remained unspent,
and yet i can speak no more,
i can reachout no further,
somethings are not meant to be!

in this mote of dust
suspended in a sunbeam,
gratefulness is all that i cherish,
that i could live what until now
was just a four lettered word!

it is all that i have, and
it is all that i will keep having,
that i shall be a well-wisher
until the last breath blows,
until my flame flies off!

- nayan
5:40pm, Friday, February the 9th, 2024
patna

Thursday, February 8, 2024

because YOU ARE



You are asking me
if I'll see you all the time...
But, I wanna tell you this -
I wanna see you
when you're feeling
the most wonderful
within yourself.
And I wanna see you
when you're feeling
the most horrible
within yourself.
I may not see you
all the time.
But yes, I wanna see you
at these two times.
So, will you allow me access
to you at these two times?
And don't you worry -
I won't judge you.
I just want to show you -
YOU through my eyes,
And tell you this -
that these two
are actually not YOU!
So, don't you go
hunting or shaming your image.
For you are simply
because YOU ARE!
So, don't you fall
for criticism or praise.
Doesn't need recognition -
Beautiful you are simply
because YOU ARE!
Without any need of purpose
or pride or importance or guilt,
you can simply BE
because YOU ARE!

nayan
9am, Thu, 8th Feb 2024
Patna


(Image Courtesy: https://www.alamy.com/stock-photo/happy-unhappy-contrast.html)


Monday, January 22, 2024

শুধু তোমাতেই আমি - I am only in you



তোমায় লাগে ভালো প্রতিবারই এতো,
যে ইচ্ছে করে ভালোবাসতে,
কিন্তু মনের দুয়ারে নিজেকে পরখ করতে
তোমার সেই কথাটি চলে আসে মনে -
যেদিন থাকবে না এই বাহির রূপ,
সেইদিনও কি একই ভালোবাসবে,
সেইদিনও কি সকালে উঠে চাইবে দেখতে?
আমি চোখ বুজি, আর মনের ফ্রেমে ভেসে ওঠে
ছবি তোমার, ছবি শুধু তোমারই!

জীবনের দরজায় কে এলে গো সুন্দর!
তোমার চোখে আমি দেখতে পাই
অসীম সেই নীল আকাশ,
তোমার মুখের হাসিতে যেন
সম্পূর্ণ জগৎটাই আমার লুকিয়ে থাকে,
আর তোমার ভাবভঙ্গি ও কথায়
পাই তোমার নির্মল মনের স্পর্শ!
এই প্রথম আমি বাঁচতে চাই
তোমার জন্য, শুধু তোমারই জন্য!

তোমার সেই ঢেউ খেলানো চুল
যা মুখমণ্ডলের দুধার দিয়ে
নদীর ঝর্নার মতো নেবে আসে,
তোমার স্নিগ্ধ ললাট আর তোমার
আভায় চমকে ওঠা সেই মুখটিতে
লেগে থাকা স্মিত হাসি দেখে,
হৃদয় না জানা কী আনন্দে ভরে ওঠে,
যেন থমকে যায় সময়, আর
আমি দেখতেই থাকি তোমাকে!

তোমার খুশিতেই আমার খুশি,
তোমার কষ্ট হলে আমার লাগে,
তুমি রেগে গেলে মনটাও যে কাঁদে,
আর তুমি হাসলে দুনয়ন হয় ঝাপসা
আমার আনন্দের অশ্রুকণায়!
তোমার হৃদয়েই আমার স্পন্দন,
তোমার মনেই তো আমার জীবন,
তোমার নয়নই আমার জ্যোতি,
তোমার হাসিতেই আমার গতি!

তোমার ভালোবাসা যেন পৃথিবীর
বুকে দূরদিগন্ত অবধি সবুজ রঙের খেত,
আর তোমার সরলতা যেন তার উপরে
ফুটে থাকা অগণিত সর্ষের হলুদ ফুলের সারি,
তোমার খুনসুটি যেন ফসলের গায়ে
বয়ে যাওয়া হালকা শীতের হাওয়া,
আর তোমার বিরক্ত করা যেন চাঁদ পাগলা
চাতকের কাছে মেঘের মাঝ থেকে
দেখতে পাওয়া একঝলক চাঁদনীর ছোঁয়া!

না, না, আর মরবো না মরার আগে,
এবার বাঁচবো, মলীনতায় ভুগব না আর!
স্পন্দিত হব তোমার আলোয়,
তুমিই মোর আনন্দের জোনাকি,
তুমিই জীবনের ফুলকি আমার,
তুমিই পূর্ণ কর আমায়!
... আর এমন ভাব ছুঁয়ে যায় মনটাকে,
যে আমি মনের অঙ্গিনায়
গল্প বুনতে শুরু করে দিই...

তোমাতে আমি, শুধু তোমাতেই আমি!

-- নয়ন
দুপুর 12টা, সোমবার, 22 জানুয়ারি 2024
পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন

(ছবি নেওয়া হয়েছে এখান থেকে: https://www.earth.com/news/falling-love-health-benefits/)

Monday, January 1, 2024

I'm just a traveller


I'm just a traveller,
Journeying through time
And space, in various vehicles,
Some offered comfort, some did not,
Some drew me in, some did not,
And I started thinking
The platform as my home!

I'm just a traveller,
On a long road to redemption
I got down for a view,
But I started fighting
With the co-travellers, coolies, and
The station master on the platform
Who came and went by each day,
But I could not see!

I'm just a traveller,
On a ride bumping through 
Mountains of rocks, and peaks of snow,
Lands of sands, and rivers of dry beds,
Where oceans and storms
Of the within and without,
In noisy chains clash, peaceless,
And I forget, that it would also not stay!

I'm just a traveller,
Stopping by the dharmshalas and dhabas,
In search of meaning to the journey itself,
That people stop judging me,
That I can stop judging myself,
And I fail to fathom the futility
Of each of our's separate globes,
Forgetting that we can't justify life!

I'm just a traveller,
On a long tale, unending it seems,
Of sun, sand, water and wind,
Where the longing for respite
From the travel, dreary an' demanding,
Pulls me close into
The loving lap of Thy love,
And I wish it were everlasting!


[My attempt at reciting this piece: https://on.soundcloud.com/Hry4w]

- nayan
monday, 01/01/2024
marol, andheri east, mumbai

(Image Courtesy: