Nayan | WritersCafe.org

Tuesday, November 21, 2023

I want someone with whom...


I want someone with whom I can watch the moon together

Or, walk together along the sea waves, collecting sea shells

Or, face the rain drops together on our faces while peeping out from a moving train

Or, keep watching each other, doing absolutely nothing, and let the time pass by

Or, laugh together, weep together, dance together, and also struggle together

Or, if ever there be a stormy dark night, then brave it together, and then hope unfailingly for a glimpse of the new sunrise

Or, feel the presence even when the person isn't around, and still never feel insecure and threatened

Or, have the touch of true oneness, where she has become him and he her

And in that ultimate union, the need and urge to be together shall fade

And they can cherish being like alone even in company, an ekant that is definitely not lonely where each can merge into the other, and simply BE

-- nayan
Tue, 21st Nov 2023, 7pm
Patna

(Image Courtesy: https://buddhadoodles.com)

Sunday, October 15, 2023

কথা রাখা - Kotha Rakha (Keeping Promise)


মাগো, আসব আমি তোমার কাছে,
থাকব না দূরে এবার পুজোয়,
আশ্বিনের শারদ প্রাতে
দেখবে আমায়, রইল কথা!

পথের পানে জননী তাই
চোখ রেখে রইল বসে,
আসবে আমার প্রাণের প্রদীপ,
কথা দিয়েছে আমাকে যে সে!

ওমা! কেটে গেল যে দশটি দিন,
মিটল সবার পুজোর রাশ,
কেবল মিটল না মায়ের আশ,
তার সন্তানের হায়! ডুবল তরণী!

চিঠি নিয়ে হাতে, বসে ঘরের দ্বারে,
নয়নের জলে আবছা কালি,
"মাগো, আসব তোমার কাছে,
আশ্বিনের শারদ প্রাতে"...

সময়ের সাথে সাথে দুর্বল
কাঁপা কাঁপা হাতে জননী চিঠিতে
লিখে, "আসবি কবে বাবা?"
অশ্রুধারায় নেয় বিদায়!

বহু বছর বাদে, ভগ্ন বাড়ির দ্বারে
পা পড়ে এক ছোট্ট আগন্তুকের।
আবছা কালির লেখায় খোঁজে
সে, হারিয়ে যাওয়া জননীকে!

দূর হতে আসে মহালয়ার গান,
পুরনো চিঠিটির লেখা
আরো আবছা হয়ে যায়,
বের হতে চায় বুকের সমুদ্দুর!

দু'নয়ন যে ভেসে যেতে থাকে...
মায়ের ধুলোয় ঢাকা মুখের দিকে চেয়ে
সে লেখে, ভেজা পাতার শেষে -
"দেখো, এসেছি তো মা!"

শিউলি পলাশও যেন থমকে রয়ে,
ছেলেটি মনে মনে কাঁদে,
একটু দেরি হয়ে গেল, আবার বড় হতে...
তা বলে তুমি চলে গেলে মা!

নয়ন
রবিবার, 15 অক্টোবর, 2023
পাটনা

Sunday, October 1, 2023

আনন্দের অশ্রুধারা - Tears of Joy

(উপরের ছবিতে দেওয়া তথ্যের বিষয়ে জানতে কবিতাটির শেষে দেখুন)


বহু বছর আগে, একজন আমাকে বলেছিল -
কিছু কিছু মানুষ আমাদের জীবনে এসে
এমন কিছু শিখিয়ে যায় বা দিয়ে যায়,
যার আমাদের কাছে অভাব ছিল।
অনেকদিন বুঝিনি!

জীবনের ঘোড়ায় অনেকদূর এগিয়ে আসতে,
হঠাৎ পিছনে ফিরে ভাবতে লাগল মন -
কী পেয়েছি, আর কী হারিয়েছি!
তখন মনে পড়ল, হায়
খাতাই তো রাখিনি!

জীবন কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র?
একজন মায়ের মতই প্রতিবারই দাঁড় করায়,
সে যত বারই সন্তান পড়ে যাক না কেন!
তাঁর অসীম করুনা ও বুদ্ধিমত্তা,
আগে খেয়ালই করিনি!

তাই যখন আসলটার দেখা পেলাম,
নকল চমকের ইচ্ছে আর রইল না!
জীবনের ছোঁয়া যে এত গভীর হবে,
তা ছিল আমার কল্পনারও বাইরে!
আগে ভাবিওনি!

এ স্বাদের যে কোনও তুলনা হয় না!
এ তৃপ্তির যে কোনও মূল্য নেই!
জীবনের জলজ্যান্ত ফুলকি,
মনের ভিতরটা নাড়িয়ে দিয়ে গেল!
এমন কক্ষনও হয়নি!

পুরোটাই ভিজে গেলাম আমি,
আনন্দের অশ্রুধারায়!
সে কি অপূর্ব, অনুপম অনুভূতি!
কোনও কিছুর সাথে এর বিনিময় নেই!
সোনার খনিই পেলাম আমি!

নয়ন
রবিবার, 1 অক্টোবর, 2023,
3:21 ভোর বেলা
ঈশা যোগ কেন্দ্র, কয়েম্বাটুর


🌼 শাম্ভবী মহামুদ্রা ক্রিয়া শিখুন — 21-মিনিটের এক শক্তিশালী যোগ অনুশীলন।

এক সুস্থতর, আরও আনন্দময় এবং পরিপূর্ণ জীবনের দিকে প্রথম পদক্ষেপ নিন।

🌼 রেজিস্টার করুন: sadhguru.org/IE-BN

⏳শাম্ভবী মহামুদ্রা ক্রিয়ায় দীক্ষিত হওয়ার তারিখ : 23 - 24 ডিসেম্বর

🌼 যোগাযোগ করুন:
support.ishafoundation.org
+91 79771 02000

শুধু ভারতে উপলব্ধ

কাঁদিয়ে দিয়ে গেলি - You touched me deeply, made me cry





সময়ের নিষ্ঠুর শিক্ষার সাথে সাথে
হয়ে উঠেছিলাম আমি এক মৃতের মতো!
মৃত্যুরই কথা চলত সারাক্ষণ এই পাগলাগারদ মাথাতে!

তুই এসে প্রথম ছুঁয়ে গেলি রে,
জীবনের স্বাদ দিয়ে গেলি,
কঠোর মনটাকে গলিয়ে দিয়ে গেলি,
আর ভীষণ ভাবে কাঁদিয়ে দিয়ে গেলি!

মৃত্য তো আসবেই,
তার জন্য আমাদের সারাক্ষণ 
উঠে পরে থাকতে হবে না।
বরং দরকার এই যে,
যে জীবনটা আমি,
সেটাকে পুরোপুরি ফুটে উঠতে দেওয়া,
জীবনটাকে পুরোপুরি বাঁচা,
এই সহজ বুদ্ধিশুদ্ধি তুই-ই বুঝিয়ে গেলি,
কিছু বলে নয়, কিছু করে নয়,
বরং তুই যেমনটা, তোর হাবভাবটাই 
আমার চোখের শেওলাটাকে জল দিয়ে ধুয়ে দিল!


নয়ন
বিকেল 4টা, 29 সেপ্টেম্বর 2023
ঈশা যোগ কেন্দ্রের ক্লিনিকে শুয়ে শুয়ে

Sunday, September 17, 2023

a never ending love story


Life is an astonishing phenomena -
An everlasting love affair,
A mysterious everfelt embrace,
A never ending Love Story!
A masterpiece, a masterstroke -
One that never ever,
Fails to touch us intimately
In our hearts' innermost cores,
One that never ever
Fails to surprise us starkingly
With its amazing storehouse
Of uncounted unlimited sparks,
One that never ever
Fails to make us laugh and cry
Profusely at its sheer touch of magic
In every little and big things,
One that never ever
Fails to charm us, and make us
Jump with Joy, dance with glee,
With its unending list of stories,
One that never ever
Fails to make us 
Shout, cry, scream and scramble
With its ocean share of troubles,
One that makes us enjoy
Everything, however chaotic or not, 
But, seemingly designed 
With such elegance and ease,
One that never ever
Takes away the chance for us
To remain aware, to simply be, and 
Discover and cherish One's true self,
One that never ever
Fails to shake our hearts, and
Humble us in our heels, thus
Bowing to its intelligence and grace,
And one that never ever
Fails to make us see
Deeply, deeply and deeply
That love is the only way!

- nayan
Sun, 17 Sep, 2023
4:44 am, near Katpadi station
Journeying on Patna Ernakulam express
While on way to Isha Yoga Center, Coimbatore 

Friday, August 25, 2023

আর বস্তু নয় - No More Things Please!


যারা আমায় দিয়ে চলে
বা দেবে বলে ভেবেছে কিছু
যা কিনা কেবলই জিনিষ মিছু,
করি তাদেরকে অনুরোধ - দিও না
আমায় বস্তু কোনও কিছু!

বড়ই কঠিন এড়িয়ে যাওয়া -
দিন যায়, রাত যায়, জীবনও হায়!
তবু বাসনা যে কিছুতেই না যায়,
চোখের সামনে সব যায় বদলে,
ইচ্ছেরা স্রেফ একই থেকে যায়!

তাই, দিও না গো, বিশেষ
কোনও বস্তু বলে ঘাড়ে চাপিয়ে,
বারে বারে ফাঁদে ফেলে পা, কাঁপিয়ে -
চিরন্তন রঙ দেখিও না ভুল করে,
যা হবেই শেষ, তা ফুলিয়ে ফাঁপিয়ে!

যদি সত্যিই চাও কিছু দিতে,
তাতে সত্যিই যদি শান্তি
মনের পেতে চাও, তবে জেনো -
দিও এমনকিছু যা কিনা বস্তু নয় -
টাকার দুনিয়ায় যার লেনদেন হয় না!

"আজ আছে, কাল নেই" এর ভয় নেই,
সুন্দর চাদরে ঢাকা চোরাবালি যাতে নেই,
যা নিত্য হয়েও থাকে দৃষ্টির বাইরে,
তার একটু ছোঁয়া দিও ভাই রে! -
যাতে আর লুকোচুরির লেশ নাইরে!

খোলা মনে হাসতে পারা,
বাঁধন ছাড়া বাঁচতে পারা -
দিতে এমন কি কিছু আছে?
যা তোমা' আমার নির্বিশেষে,
থেকে যাবে চিরশেষে!

চোখ ধাঁধাবে না যার চমকে,
জিভ লকলকিয়ে উঠবে না লালসায়,
বা জঠরের নিচে চুলকানিও হবে না -
এমন কিছুর সন্ধান দেবে কি?
যা মুক্তি পথের আলো দেখাবে!

- নয়ন
শুক্রবার, 25 আগস্ট, 2023
রাত 11:20, পাটনা

Thursday, July 20, 2023

होश, आज़ादी और कोशिशें - Of Strifes And Strivings


आज़ाद हूं आज भी शायद
दर्द की ज़ुबान को सुनने को,
पर ख़ुद को मैं पाक रखूं,
इसी चाहत को लेकर चला हूं।

करने को वे करेंगे बहुत कुछ,
कहने को वे कहेंगे बहुत कुछ,
पर बेदाग रहूं भीतर से मैं,
इसी कोशिश के साथ खड़ा हूं।

होश में रहूं, सचेत रहूं,
पल पल धड़कनों को और 
सांसों को जानू, ताकि
मुख से निकले कुछ न बासी।

सीमित सोच व बीमार बुद्धि
से कैसे हो अब समाज की शुद्धि?
मन के हैवान को बदल, ताकि
भूल से भी न होएं उसकी दासी।

- नयन,
रात 11:22 बजे, 20 जुलाई 2023
पटना

লেগেছে কাদা পায়ের তলে - Dirt At My Feet


লেগেছে কাদা পায়ের তলে,
মনটি তাই বেজায় জ্বলে।
মাটির কাদা, মাটিরই পা,
তাও যে বড্ড জ্বলে গা!

কাঁটা-ছেড়াগুলোকে 
মাটি দিয়ে ঢাকতে --
সময় লাগে -- জেলখানার বাইরে
বাস্তবের বাড়ি গড়তে।

টাকা লাগে না হাসতে
আর, পুরোদমে বাঁচতে।
কেন তবু দোলে না কেউ, 
কাজের ফাঁকে-ফাঁকে?

কথাতেই পৃথিবী,
হায়! হয়ে যায় বিক্রি।
নিস্তব্ধতাকে কেউ চায় না,
কেনে শুধু শব্দগুলোকে।

চাতক পাখি রে,
কোন কালে পাবি রে তুই জল?
বর্ষা যে বড়ই দূরে,
কীকরে থাকবি রে তুই বল?

না জানি এ কোন 
জনমের তোর কর্মের ফল?
তৃষ্ণার্ত উড়ে চলিস, 
মাটিতে থাকা সত্ত্বেও জল।

একদিন যাবে মাটিতে,
একেবারে সবই মিশে,
পাবেনা কিছুই কোথাও খুঁজে,
উধাও হবে হাওয়ার দেশে।

নেই তাতে কিছু ভয়,
ছিলাম -- রেখোনা সংশয়,
মুখোমুখি দেখিনি যদিও,
চোখাচোখি হয়নি শুধু।

তাতে কী? শুভেচ্ছা নিয়ে
ছিলাম তো মনে-প্রাণে,
আশারই এক নাম জীবন,
এ'টুকখানি রইলো মনে।

- নয়ন,
দুপুর 12:30
বৃহস্পতিবার, 20 জুলাই 2023
পাটনা

খেয়া হারানো - Lost & Bewildered


সীমার থেকে ওপার যেতে, 
মনের মাঝে পাল-টি গেঁথে,
জলের তুমুল হইচই-এর পার,
গেলাম আটকে থেমে মাঝধার!

না জানি কতগুলো নদ জীবন,
পেরিয়ে, ঢেউয়ে ভেসে এমন, 
ভেবে এই তো চমকের পালা,
খোলে না তাও তীরের তালা!

প্রাণের মায়া, সময়ের গতি,
কোনটা ক্ষুদ্র, কোনটা অতি?
স্তব্ধ হিয়া ও ভ্রান্ত মতি,
বিশ্রাম মাগে ক্লান্ত সতী!

খুঁজে চলে দূরের আলো,
মুছতে গিয়ে কপালের কালো,
তবু মনের মাঝে হানাহানি,
করে শুম্ভ নিশুম্ভের টানাটানি!

স্বপ্নের দ্বীপে চলে মায়ার মেলা,
টিস টিস করে বাঁধন জ্বালা।
ভবিতব্যের ভয়ে কি দেবো না পারি?
খেয়া হারানো মুক্তির বাড়ি!

- নয়ন
মধ্যরাত্রি, 12:53 am
20 জুলাই 2023
পাটনা 

Friday, June 30, 2023

आज़ादी की प्रतीक्षा - The Wait for Freedom


प्रतीक्षा यही आज़ाद होने का ही है,
वरना जाना तो सबको है एकदिन;
किसको किसमें कितना है होड़ –
यही कतार की शकल तय करता है।

ख्वाइशें तो मन में सबकी है,
कोई सक्षम है छुपाने में, कोई नहीं;
नकाब की आड़ में छिपे चेहरे,
बड़े हमशक्ल नज़र आते हैं।

सबको अपनी धुन में नचाता है कौन –
तक़दीर की लकीरें, या हालात के नुमाइंदे?
यह कैसा उधेड़बुन, कैसी बेसुध है बुद्धि?
जागेगा कैसे अंदरमहल का राजा?

हर वक्त कुछ पाने की ललक, हर वक्त
कुछ खोने के डर से अलग है क्या?
इतनी क्यों बेचैन हैं यह मासूम चितवन –
कि सांस लेने से भी जी घबराता है?

जिंदगी से ऊबकर जाना चाहो,
या दुनिया के कायदों से तंग हो,
या ख्वाइशों के पन्ने पूरे होने पर,
पर जाने को जलन है क्या सच में?

पहले आप या पहले मैं –
फासला बस इतना सा ही है,
कि किसका नंबर कब आएगा;
वरना कतार में तो सब खड़े हैं।

तो कैसे निकले पिंजरे से चिड़ी –
बिना बिके सौदागर के तराजु पे?
क्या पाए, कहां जाए, या क्या करे –
सोच, रवैया, या एक बड़ा सा दिल?

– नयन
शुक्र, १० जून, २०२३
रात १० बजे