লক্ষ্মীবারে লক্ষ্মী এলো
মায়ের কোলে ভুঁয়েতে,
মেয়েটি আজ জননী হলো
বড় মায়ের কৃপা-আলোতে।
ন'মাসের ধারণ আজ পূর্ণ,
দিয়া অপূর্ব আজ জ্বলাতে,
মায়ের প্রাণের শিখা সে যে,
নবশিশু এলো যে আজ ধরাতে।
বাবা মায়ের আনন্দ অশেষ
স্নেহে সুরক্ষিত তাঁরা রেখেছে,
প্রাণটি তাঁদের এই কোমল রূপে
ভালোবাসার ডোরে বেঁধেছে।
স্বপন দেখে চলে মন, জীবনের
ধারায় যেন হোক সে জয়ী।
লক্ষ্মীবারে লক্ষ্মী এলো
নাম পড়লো 'আরোহী'।
- নয়ন
শুক্রবার, 31 মে 2023
সকাল 8:45, পাটনা
(গতকাল 30 তারিখে বোনের কন্যা শিশু জন্মের উপলক্ষে লেখা)
No comments:
Post a Comment