পারে না বুঝতে কেউ -
কেন শোনে না মোর মনের কথা,
আমার জবাব দেয় না একটাও?
চোখের জল জিজ্ঞেস করে যায় -
এপার থেকে শব্দের স্পন্দন
কেন হৃদয়ের জানালায় তার
একটুও টোকা দেয় না?
ভালো লাগা মানুষটা হঠাৎ
এরম কীকরে হয়ে গেল?
কোথায় ভুল হল,
কত বড় ভুল হয়ে গেল?
বেদনায় নিজেকেই দুষতে দুষতে
জ্ঞানের কথা শুনতে পায় না মিনি!
ওরে! ভালোবাসা যে এখনও একই,
কেবল জানা চাওয়া রূপটি আর নেই!
অভিমান, দুঃখ, রাগ, আর হিংসেতে
ভিতরটা যেন হাহাকার করে ওঠে!
সে বোঝাতে চেয়েছে বারংবার,
কিন্তু মিনির ভেঙে পড়া মন বোঝেনি!
সে তাই এখন নিশ্চুপ, তার কাছে
শব্দের আঁকিবুকি পৌঁছোয় ঠিকই,
কিন্তু সে যে আর জবাব দিতে পারে না,
তাই বড় মায়ের চৌখাটে শুধু তার মিনতি!
প্রার্থনার পর প্রার্থনা যেন
ওপার থেকে ভেসে আসা
অবুঝ আওয়াজের প্রতিধ্বনি
হয়ে রয়ে যায় আকাশে!
মিনি হয়ত শুনতে পাবে না আজ,
কিন্তু কোনও একদিন ও বুঝবে।
ভীষন কষ্ট পেয়ে সেও তো বুঝেছিল,
এই বিরাট ভুবনে তার নিজের স্থান!
বড় মায়ের সংসারে, তিনি
যেভাবে রাখেন, সেভাবেই থাকি,
আপন জোর খাটানোর
আস্পর্ধা নেই কারোরই!
কিন্তু ক্ষণিকের 'আমি '-র
চাওয়া পাওয়ার মাঝেই,
বড় 'আমি' হয়ে ওঠার
রয়েছে অদম্য সুযোগ!
মাও যেন বসে আছেন অপেক্ষায়,
সময়ের হাত ধরে যেদিন মুছে
মনের কালি, চোখ মেলে চাইবে মেয়ে,
সমস্ত জবাব পেয়ে যাবে সে!
- নয়ন
বিকেল 5:37,
বৃহস্পিবার, 21 মার্চ 2024
পাটনার কাছেই কোথাও আকাশপথে
(Image Courtesy: https://en.m.wikipedia.org/wiki/Hooghly_River)
No comments:
Post a Comment