Nayan | WritersCafe.org

Tuesday, July 30, 2024

আগন্তুক কিন্তু অতিথি - the visitor is still a guest


আহা! হারিয়ে গেছে
তার মনের মাঝের
সেই দ্বীপের ঠিকানা,
যেখানে বাস করত সেই
নাম না জানা শিখা,
সুরের জানালা বেয়ে 
যে চলে আসত অনায়াসে
ওই বটগাছটির তলে,
ভগ্ন দেবালয়ের সেই
নির্বাসিত দেবতার কোলে।

গর্তে পড়ে যাওয়া
ধুকধুক জ্বলতে থাকা
মশালের টুকরোর যুদ্ধ
চলতেই থাকে মেঘের
ফোঁটা ফোঁটা বর্ষায়।
অনবরত, আলোর কি
চলতেই থাকবে লড়াই?
কখনই কি সে তাল মেলাতে
পারবে না, অন্ধকারময়
সৃষ্টির উৎসের সাথে?

হার-জীতের সীমানা
পেরিয়ে উম্নক্ত আকাশে
কি উড়া সম্ভব চাতকের,
নাকি সে চিরকালই 
আটকে থাকবে তেষ্টায়?
একদিন না একদিন
সেও কি চতুর হবে -
দেখতে পারবে চোখ
খুলে ক্ষণিক স্বপ্নকে
সাজানোর ব্যর্থ চেষ্টায়?

ইচ্ছেগুলি পরীর মতো
ভেসে ভেসে উড়ে বেড়ায়,
মুহূর্তরা আসে আর যায়,
দিন নিভে রাত হয়,
আর রাত হয় দিন,
সময়ের সাথে সাথে,
ক্লান্ত মন ও শরীর ক্ষীণ।
নানান উদ্যমের হাত ধরে
সে বেঁচে থাকাকে খুঁজেছে।
তাও কি পেয়েছে?

আহা! হারিয়ে গেছে
মনের মাঝে তার
ইচ্ছেগুলির আনাগোনা!
যেন ইছামতি নদীর
শুকনো বুকে আজও
খোঁজে আনন্দের অমৃত,
সেই ভ্রান্ত মানব ছানা!
নাম ও পরিচযের বাইরে,
পাওয়া না পাওয়াকে ছাড়িয়ে,
আগন্তুক কিন্তু অতিথি!

-- নয়ন
মঙ্গল, 30 জুলাই 2024
দুপুর 12:40, পাটনা

No comments:

Post a Comment