তুমি এলে, অনায়াসে,
আপন মনে, ভালোবেসে,
বিনা ডাকেই ঘরে এলে,
নয়নে স্বপ্নের সিন্ধু মেলে।
আমার হিয়ার শূন্য স্থানে,
ঠিক যেটা ছিল না এখানে,
যেন মনটাকে পড়ে ফেললে,
একেবারে ফিট হয়ে বসলে।
সংশয় সন্দেহ কষ্ট দগ্ধ চিত্তে,
দীর্ঘ পরীক্ষায় ভাঙলো মিথ্যে,
অজান্তেই যেন হল পাওয়া,
যে অংশটি গেছিল খোওয়া।
বিশ্ব-ভুবনে যার বৃথা সন্ধানে,
বুঝলাম শেষে যে এই এখানে,
দিয়েছিলেন (ঠাকুর) কোলেতেই ফেলে,
এত কষ্ট দেয়া-নেয়া, হায় অবহেলে!
কতবার ঠেলে দিলাম শূন্যে,
তবু কেন বারবার কোন পূণ্যে?
তুমি দোরগোড়ায় এসে ঠেকলে,
স্বপ্নটা আমারও চোখে আঁকলে।
সত্যের আলোয় থাকি স্মরণে,
নিয়ে চলো মোদের প্রভু, তব চরণে,
জীবন মরণের দিব্য দোলনে,
সকল মিলনের মহা মিলনে।
-- ভাস্কর ঘোষ
সোমবার, 10 ফেব্রুয়ারি 2025
সকাল 9:30, পাটনা
No comments:
Post a Comment