Nayan | WritersCafe.org

Monday, November 11, 2024

বেয়াল্লিশের ওপারে - Beyallisher Opare


আজকের দিনটা
বেশ ছিল সীনটা,
কত বছর আগে
যেন আবছা লাগে,
বেয়াল্লিশের পারেতে
কত ভার ঘাড়েতে,
আর কি পড়ে মনে
হৃদয়ের সনে?
জগতের ঝলকানি
আলোর হাতছানি,
গর্ভের বাইরে,
পয়লা পায়ে দাঁড়িয়ে,
উঁকি মেরেছিল জীবন
মায়ের কোলে আগমন,
হঠাৎ কত শোরগুল
যেন কার মাশুল,
কান্নায় ভেজা চোখ
সবাই কয় উৎসব হোক,
অচেনায় মনটা
ধুকধুক কোনটা,
পৃথিবীর বুকেতে
সুখেতে ও দুখেতে,
মনে রবে কি কথাটা
কেমন ছিল দশাটা?

-- নয়ন
সোমবার, 11 নভেম্বর 2024
সকাল 8 টা, পাটনা

(image courtesy: https://www.feistees.com/life-universe-everything-42-t-shirt)

No comments:

Post a Comment