Nayan | WritersCafe.org

Friday, August 25, 2023

আর বস্তু নয় - No More Things Please!


যারা আমায় দিয়ে চলে
বা দেবে বলে ভেবেছে কিছু
যা কিনা কেবলই জিনিষ মিছু,
করি তাদেরকে অনুরোধ - দিও না
আমায় বস্তু কোনও কিছু!

বড়ই কঠিন এড়িয়ে যাওয়া -
দিন যায়, রাত যায়, জীবনও হায়!
তবু বাসনা যে কিছুতেই না যায়,
চোখের সামনে সব যায় বদলে,
ইচ্ছেরা স্রেফ একই থেকে যায়!

তাই, দিও না গো, বিশেষ
কোনও বস্তু বলে ঘাড়ে চাপিয়ে,
বারে বারে ফাঁদে ফেলে পা, কাঁপিয়ে -
চিরন্তন রঙ দেখিও না ভুল করে,
যা হবেই শেষ, তা ফুলিয়ে ফাঁপিয়ে!

যদি সত্যিই চাও কিছু দিতে,
তাতে সত্যিই যদি শান্তি
মনের পেতে চাও, তবে জেনো -
দিও এমনকিছু যা কিনা বস্তু নয় -
টাকার দুনিয়ায় যার লেনদেন হয় না!

"আজ আছে, কাল নেই" এর ভয় নেই,
সুন্দর চাদরে ঢাকা চোরাবালি যাতে নেই,
যা নিত্য হয়েও থাকে দৃষ্টির বাইরে,
তার একটু ছোঁয়া দিও ভাই রে! -
যাতে আর লুকোচুরির লেশ নাইরে!

খোলা মনে হাসতে পারা,
বাঁধন ছাড়া বাঁচতে পারা -
দিতে এমন কি কিছু আছে?
যা তোমা' আমার নির্বিশেষে,
থেকে যাবে চিরশেষে!

চোখ ধাঁধাবে না যার চমকে,
জিভ লকলকিয়ে উঠবে না লালসায়,
বা জঠরের নিচে চুলকানিও হবে না -
এমন কিছুর সন্ধান দেবে কি?
যা মুক্তি পথের আলো দেখাবে!

- নয়ন
শুক্রবার, 25 আগস্ট, 2023
রাত 11:20, পাটনা