Nayan | WritersCafe.org

Saturday, October 12, 2024

কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?


যে ভালবাসায় কোনও শিকল নেই,
গলা টিপে ধরবে - কোনও এমন কল নেই,
দমবন্ধ করা "করতেই হবে"-এর বলও নেই,
সেরকম ভালবাসাতেই যেন যাই গো প্রভু!

যে ভালবাসায় প্রত্যাশার মরম যন্ত্রণা নেই,
চাহিদা মেটানোর তর-না-সওয়া উগ্রতা নেই,
ছল করে যা চাই তা আদায় করার চেষ্টাও নেই,
সেরকম ভালবাসাকেই যেন গ্রহণ করি প্রভু!

যে ভালবাসায় নিজের ঢাক পেটানোর জ্বর নেই,
রাগ, সংশয়, হিংসে ইত্যাদির লেশমাত্র যেখানে নেই,
আবেগের বশে ক্ষতি চাইবার মতো ইচ্ছেও নেই,
সেরকম ভালবাসাতেই যেন নত হই প্রভু!

যে ভালবাসায় আছে স্বেচ্ছায় সাহায্য করা,
বিরহের ব্যথায় নিঃশব্দে চোখের জল ফেলা,
আর আছে নিজেকে ভুলে শুধু ভালো চাওয়া,
সেরকম ভালবাসাতেই যেন যাই গলে প্রভু!

-- নয়ন
শনিবার, 12 অক্টোবর 2024
রাত 11 টা, পাটনা

No comments:

Post a Comment