Nayan | WritersCafe.org

Wednesday, April 17, 2024

ক্ষমা - Forgiveness


জীবনে কোন এক সময় যেন

কাঙালও আর চায় না চাইতে,

তখন হৃদয়টা দূরে চলে যায়,

পারা যায় না আর আটকাতে!


ও যে বললো না পুরোটা খুলে,

আর এ যে পেল না দেখতে

শব্দের ফাঁকের অপ্রকাশিত কথাগুলি -

অবোধ মন যে আর বুঝলো না!


মর্মে লাগা আঘাতের লালরঙ,

তাই সেখানে থাকতে চায়নি এ আর,

যেখানে হতো বারংবার কষ্টের স্পর্শ -

ভালবাসার উপর আত্মসন্মান হয় জয়ী!


একটিমাত্র সুযোগের আশায়

প্রার্থনায় নত মর্মান্তিক হৃদয়টি

নির্মম প্রত্যাখ্যানই পেয়েছিল,

বুকের কষ্ট চেপেও এ ফিরে তাকায়নি!


অভিজ্ঞতার মধুর মুহূর্তগুলি তবু

কিন্তু বারে বারে পড়ে যায় মনে,

কঠোর নির্ণয়ের সামনে সমানে

নিজেকে খাটো করে যায়।


যা হয়ে গেল তা ঠিক হল কিনা,

যা ছিল তা ছিল সত্যি নাকি মনের ভুল,

তা কি কখনই আর জানা যাবে?

বিধাতার দরবারে রবে কেবল ক্ষমা-ভীক্ষা!


রাগ আর অমুক প্রত্যাশা যেন কেউ না করে,

কাছের মানুষকে যেন চলে যেতে বাধ্য না করে।

দূরে থেকেও কেবলই রবে ওর ভালথাকার কামনা -

তাই নিরন্তর বড়মায়ের মন্দিরে প্রার্থনার আর্জি!


- নয়ন

বুধবার, 17 এপ্রিল 2024

দুপুর 2টা, কলকাতা

No comments:

Post a Comment