Nayan | WritersCafe.org

Friday, May 17, 2024

ঠিক আছিস তো? (thik achish to?)



অভ্যর্থনা, প্রসংশা বা

শব্দে যত্নের প্রকাশ -

এগুলোর দরকার হয় তখনই,

যখন মানুষের মনের মাঝের

দূরত্বটা শক্তরুপ ধরে থাকে।

কিন্তু সেই দেয়ালটা মিটে গেলে,

সেই মনোমালিন্যটা মুছে গেলে,

আর প্রয়োজন হয়না কৃত্রিমতার -

এত চেষ্টার, এত তুষ্ট করার।

মানুষের নির্মল মনের স্পর্শ

তখনই পাওয়া যায় যখন

সে অপরের ভালোর ইচ্ছায়

নিজেকে হারিয়ে ফেলে, ভুলে যায়...

বা হয়ত কোনও কারণবশত

কারোর মধ্যে কিছু এমন ঘটেছে,

যে সে চোখ খুলে চাইতে পারছে না,

মুখ খুলে বলতে পারছে না আর, 

কিন্তু প্রাণের টানটি তবু জানতে চাইছে...

তখন সে অনায়াসেই বড় হয়ে ওঠে -

চায়না যে অন্য কেউ দেখুক,

চায়না কোনও ঢাক-ঢোল পেটাতেও।

কেবল নির্ভেজাল ভালবাসা

বুক দিয়ে বেরোয় - চোখের দৃষ্টিতে,

নিঃশ্বাসের স্বপ্নে, মুক প্রার্থনায়।

তখন কেবল সেই কথাটি ভেসে আসে -

"ঠিক আছিস তো?"


- নয়ন

শুক্রবার, 17 মে 2024

দুপুর 2:00, পাটনা 

No comments:

Post a Comment