বহু বছর আগে, একজন আমাকে বলেছিল -
কিছু কিছু মানুষ আমাদের জীবনে এসে
এমন কিছু শিখিয়ে যায় বা দিয়ে যায়,
যার আমাদের কাছে অভাব ছিল।
অনেকদিন বুঝিনি!
জীবনের ঘোড়ায় অনেকদূর এগিয়ে আসতে,
হঠাৎ পিছনে ফিরে ভাবতে লাগল মন -
কী পেয়েছি, আর কী হারিয়েছি!
তখন মনে পড়ল, হায়
খাতাই তো রাখিনি!
জীবন কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র?
একজন মায়ের মতই প্রতিবারই দাঁড় করায়,
সে যত বারই সন্তান পড়ে যাক না কেন!
তাঁর অসীম করুনা ও বুদ্ধিমত্তা,
আগে খেয়ালই করিনি!
তাই যখন আসলটার দেখা পেলাম,
নকল চমকের ইচ্ছে আর রইল না!
জীবনের ছোঁয়া যে এত গভীর হবে,
তা ছিল আমার কল্পনারও বাইরে!
আগে ভাবিওনি!
এ স্বাদের যে কোনও তুলনা হয় না!
এ তৃপ্তির যে কোনও মূল্য নেই!
জীবনের জলজ্যান্ত ফুলকি,
মনের ভিতরটা নাড়িয়ে দিয়ে গেল!
এমন কক্ষনও হয়নি!
পুরোটাই ভিজে গেলাম আমি,
আনন্দের অশ্রুধারায়!
সে কি অপূর্ব, অনুপম অনুভূতি!
কোনও কিছুর সাথে এর বিনিময় নেই!
সোনার খনিই পেলাম আমি!
নয়ন
রবিবার, 1 অক্টোবর, 2023,
3:21 ভোর বেলা
ঈশা যোগ কেন্দ্র, কয়েম্বাটুর
🌼 শাম্ভবী মহামুদ্রা ক্রিয়া শিখুন — 21-মিনিটের এক শক্তিশালী যোগ অনুশীলন।
এক সুস্থতর, আরও আনন্দময় এবং পরিপূর্ণ জীবনের দিকে প্রথম পদক্ষেপ নিন।
🌼 রেজিস্টার করুন: sadhguru.org/IE-BN
⏳শাম্ভবী মহামুদ্রা ক্রিয়ায় দীক্ষিত হওয়ার তারিখ : 23 - 24 ডিসেম্বর
🌼 যোগাযোগ করুন:
support.ishafoundation.org
+91 79771 02000
শুধু ভারতে উপলব্ধ
No comments:
Post a Comment