Nayan | WritersCafe.org

Thursday, July 20, 2023

লেগেছে কাদা পায়ের তলে - Dirt At My Feet


লেগেছে কাদা পায়ের তলে,
মনটি তাই বেজায় জ্বলে।
মাটির কাদা, মাটিরই পা,
তাও যে বড্ড জ্বলে গা!

কাঁটা-ছেড়াগুলোকে 
মাটি দিয়ে ঢাকতে --
সময় লাগে -- জেলখানার বাইরে
বাস্তবের বাড়ি গড়তে।

টাকা লাগে না হাসতে
আর, পুরোদমে বাঁচতে।
কেন তবু দোলে না কেউ, 
কাজের ফাঁকে-ফাঁকে?

কথাতেই পৃথিবী,
হায়! হয়ে যায় বিক্রি।
নিস্তব্ধতাকে কেউ চায় না,
কেনে শুধু শব্দগুলোকে।

চাতক পাখি রে,
কোন কালে পাবি রে তুই জল?
বর্ষা যে বড়ই দূরে,
কীকরে থাকবি রে তুই বল?

না জানি এ কোন 
জনমের তোর কর্মের ফল?
তৃষ্ণার্ত উড়ে চলিস, 
মাটিতে থাকা সত্ত্বেও জল।

একদিন যাবে মাটিতে,
একেবারে সবই মিশে,
পাবেনা কিছুই কোথাও খুঁজে,
উধাও হবে হাওয়ার দেশে।

নেই তাতে কিছু ভয়,
ছিলাম -- রেখোনা সংশয়,
মুখোমুখি দেখিনি যদিও,
চোখাচোখি হয়নি শুধু।

তাতে কী? শুভেচ্ছা নিয়ে
ছিলাম তো মনে-প্রাণে,
আশারই এক নাম জীবন,
এ'টুকখানি রইলো মনে।

- নয়ন,
দুপুর 12:30
বৃহস্পতিবার, 20 জুলাই 2023
পাটনা

No comments:

Post a Comment