Nayan | WritersCafe.org

Thursday, July 20, 2023

খেয়া হারানো - Lost & Bewildered


সীমার থেকে ওপার যেতে, 
মনের মাঝে পাল-টি গেঁথে,
জলের তুমুল হইচই-এর পার,
গেলাম আটকে থেমে মাঝধার!

না জানি কতগুলো নদ জীবন,
পেরিয়ে, ঢেউয়ে ভেসে এমন, 
ভেবে এই তো চমকের পালা,
খোলে না তাও তীরের তালা!

প্রাণের মায়া, সময়ের গতি,
কোনটা ক্ষুদ্র, কোনটা অতি?
স্তব্ধ হিয়া ও ভ্রান্ত মতি,
বিশ্রাম মাগে ক্লান্ত সতী!

খুঁজে চলে দূরের আলো,
মুছতে গিয়ে কপালের কালো,
তবু মনের মাঝে হানাহানি,
করে শুম্ভ নিশুম্ভের টানাটানি!

স্বপ্নের দ্বীপে চলে মায়ার মেলা,
টিস টিস করে বাঁধন জ্বালা।
ভবিতব্যের ভয়ে কি দেবো না পারি?
খেয়া হারানো মুক্তির বাড়ি!

- নয়ন
মধ্যরাত্রি, 12:53 am
20 জুলাই 2023
পাটনা 

No comments:

Post a Comment