Nayan | WritersCafe.org

Friday, September 29, 2023

কাঁদিয়ে দিয়ে গেলি - You touched me deeply, made me cry





সময়ের নিষ্ঠুর শিক্ষার সাথে সাথে
হয়ে উঠেছিলাম আমি এক মৃতের মতো!
মৃত্যুরই কথা চলত সারাক্ষণ এই পাগলাগারদ মাথাতে!

তুই এসে প্রথম ছুঁয়ে গেলি রে,
জীবনের স্বাদ দিয়ে গেলি,
কঠোর মনটাকে গলিয়ে দিয়ে গেলি,
আর ভীষণ ভাবে কাঁদিয়ে দিয়ে গেলি!

মৃত্য তো আসবেই,
তার জন্য আমাদের সারাক্ষণ 
উঠে পরে থাকতে হবে না।
বরং দরকার এই যে,
যে জীবনটা আমি,
সেটাকে পুরোপুরি ফুটে উঠতে দেওয়া,
জীবনটাকে পুরোপুরি বাঁচা,
এই সহজ বুদ্ধিশুদ্ধি তুই-ই বুঝিয়ে গেলি,
কিছু বলে নয়, কিছু করে নয়,
বরং তুই যেমনটা, তোর হাবভাবটাই 
আমার চোখের শেওলাটাকে জল দিয়ে ধুয়ে দিল!


নয়ন
বিকেল 4টা, 29 সেপ্টেম্বর 2023
ঈশা যোগ কেন্দ্রের ক্লিনিকে শুয়ে শুয়ে

No comments:

Post a Comment