Nayan | WritersCafe.org

Thursday, July 18, 2013

Jagriti



জাগৃতি!

এ, এ কে, এ কিসের রোদন-ধ্বনি ?
বলো, বলো কে কাঁদে, কে তুমি?
বলবে না, বলতে দেওয়া হবে না,
বলতে দিতে চায়না, চাইবে না!

কেন? কে? কে করে এমন কাজ?
মানবের মুখের বাণী অবরুদ্ধ করে আজ?

আ হা হা! কি বলছি আমি!
মনে নেই? তারা চাইলেও, তারা বলতে পারেনা!
তাদের মুখে বাণী নেই,
        বুকে প্রাণ নেই,
        বাহুতে বল নেই,
        মনেতে শক্তি নেই!
জানো না? তাদের থেকে এসব কেড়ে নেওয়া হয়েছে!

যদি চাও, যদি পারো, তবে ওঠো, এসো!
দেখি তোমাদের মাঝে কার মধ্যে আছে -
উল্কার শক্তি, আগ্নেয়গিরির আগুন আর সূর্যের প্রতাপ!
কে উঠে, দাঁড়িয়ে বলতে পারে -
        আমি,  হ্যান আমি!


কে তাদের কাছে যেতে পারে?
কে তাদের বুকে টেনে নিতে পারে?
        কার বুক এতো বিশাল!

এসো! এসো হে মহাপ্রাণ!
        এসো হে জীবন্ত-আত্মা!
প্রাণ দাও, জীবন দাও
অশ্রুজলের পাঁকে তে ফুটিয়ে তোলো -
        নব আনন্দের পদ্ম!

হে মৃত্যুঞ্জয়ী! মৃত্যু কে আর ভয় কর না!
আজ আনন্দময়ীর আগমনে,
        নিজের প্রণেত
শক্তি দিয়ে -
        ফোটাও তাদের মুখের বাণী,
        জাগিয়ে তোলো তাদের প্রাণ,
        ফিরিয়ে আনো তাদের সম্মান!



নয়ন
২৯ পৌষ ১৪০৯
Tuesday, 14th Jan 2003
Patna, Bihar

© Bhaskar Jyoti Ghosh [Google+, FB]

No comments:

Post a Comment