Bhanga-Gora (in English, it would mean Destruction-Creation) talks about the fragility of this mortal world - where anything or anyone that is ever created or taken birth, has to ultimately go to dust or die! But still, new creation and new life comes out from the ashes of the old - much like the mythological phoenix!
ভাঙ্গা-গড়া
যত কিছু আছে আজ,
দেখিবে না তাকে কাল।
মানুষের এই মেলায়ে,
সবই ভাঙ্গা গড়ার খেলা।
সবই সাজিয়ে রেখেছ কত,
কত যত্নে স্নেহ বসত!
সুখের আড়ালে দুঃখ কত
ঝরে পড়বে সপ্ন যত!
কাঁচের বোতল পড়িতে চায়,
বুক দিয়ে চাই আটকাতে!
বাঁধ ভেঙ্গে নদী পালাতে চায়,
দু হাত দিয়ে চাই থামাতে!
বাঁধন মোরা রচি যতই,
একদিন সেতো ছিড়ে যাবেই!
ভাঙ্গা-গড়া সবই তাঁরই খেলা -
অবোধ মোরা বুঝি না তা!
মুর্খ ছিলাম, রইলাম ও তাই!
এসেছিলাম যেমন,
চলে যাব তেমনই ভাই!
জগতে যা কিছু গড়িবে, শোনো -
ভাঙিবে তা,
ভাঙিবে একদিন জেনো!
তবু বলি গো -
আশা ছেড়ো না!
ভগ্নস্তুপের ছাই দিয়েই
তৈরি হবে -
নব বিশ্বের কুঁড়ে ঘর!
ভাঙ্গা-গড়া
যত কিছু আছে আজ,
দেখিবে না তাকে কাল।
মানুষের এই মেলায়ে,
সবই ভাঙ্গা গড়ার খেলা।
সবই সাজিয়ে রেখেছ কত,
কত যত্নে স্নেহ বসত!
সুখের আড়ালে দুঃখ কত
ঝরে পড়বে সপ্ন যত!
কাঁচের বোতল পড়িতে চায়,
বুক দিয়ে চাই আটকাতে!
বাঁধ ভেঙ্গে নদী পালাতে চায়,
দু হাত দিয়ে চাই থামাতে!
বাঁধন মোরা রচি যতই,
একদিন সেতো ছিড়ে যাবেই!
ভাঙ্গা-গড়া সবই তাঁরই খেলা -
অবোধ মোরা বুঝি না তা!
মুর্খ ছিলাম, রইলাম ও তাই!
এসেছিলাম যেমন,
চলে যাব তেমনই ভাই!
জগতে যা কিছু গড়িবে, শোনো -
ভাঙিবে তা,
ভাঙিবে একদিন জেনো!
তবু বলি গো -
আশা ছেড়ো না!
ভগ্নস্তুপের ছাই দিয়েই
তৈরি হবে -
নব বিশ্বের কুঁড়ে ঘর!
নয়ন
Patna, Bihar
Monday, 19th Sep, 2002
Patna, Bihar
Monday, 19th Sep, 2002
No comments:
Post a Comment