Nayan | WritersCafe.org

Sunday, November 9, 2025

জন্মদিনের দোলনায় (Jonmodiner Dolnaye)


জন্মদিনের দোলনায়
তুমি কি দুললে?
দোলার সময় পাশে,
কাউকে কি রাখলে?

যাকে তুমি রাখলে,
তাকে কি তুমিই ডাকলে?
নাকি আগেই সঙ্গে,
সে ছিলই তোমার অঙ্গে?

আপন করার উঠানে,
নাকি ঝগড়ার দালানে,
কোন গভীর ক্ষণে,
সে বাজল তোমার মনে?

সাগরের টানে,
জানোকি তার মানে?
তবে একলা মেঝেতে
বসে কেন সেজে সে?

কোন দুয়ার আগলে,
তুমি সারা রাত জাগলে?
যেন তোমারই প্রাণ সে,
হারিয়ে পাওয়া দান সে!

অচেতন নিমেষে,
যদি মনে ভুল বসেছে,
শুধরে নিও পলকে,
থেকোনা আর বিলেতে!

সে যে বিচারশূন্যে,
ভালোবাসার তুঙ্গে,
কখনোই মেলে না,
ছক কৌশল খাটে না!

যতবার হারবে,
মনে ভুল ভাঙবে,
নতুন করে বাঁচবে,
যদি একসাথে চলবে!

একলা চলে যে,
বড় কথা বলে সে,
তুমি ফিরেছ বাড়িতে,
থেকো না আর আড়িতে!

ছিল কোনও কারণে,
তোমার জীবন বরণে,
তাই আজ দোকা,
তুমি নওকো আর একা!

সময়ের আগে,
ভাগ্য কি জাগে?
তবু কত রঙ্গ নষ্ট,
এত বৃথা কষ্ট!

ক্ষমা ও স্মরণে,
ত্যাগ ও তারণে,
মুছে যাক গ্লানি,
মুক্ত হোক প্রাণী!

ইচ্ছেগুলোর প্রাপ্তি,
যেন আনুক তৃপ্তি,
স্বচ্ছ সুন্দর সৃষ্টি,
আর ঈশ্বরের দৃষ্টি!

-- ভাস্কর ঘোষ
রবি, 9 নভেম্বর 2025
বিকেল 5:10, পাটনা

(ছবিটি পারপ্লেক্সিটি থেকে তৈরি)

No comments:

Post a Comment