Nayan | WritersCafe.org

Friday, May 18, 2018

Sonia ke jonmodine

জন্মদিনে দিলাম তোকে
অনেক ভালোবাসা,
রসগোল্লা - সন্দেশ ভরপেট
নলেন গুড় দিয়ে ঠাসা।

মনের কোণে রাখিস না
কোনো সংশয় - উৎকণ্ঠা,
ভারী বোঝা যদি হয় কভু,
হালকা হাওয়ায় ভাসা।

যদি দেখতে ইচ্ছা করে
সূর্যোদয়ের লালি,
রঙিন ধনু, চোখ মেললেই -
যেন হৃদে পড়ুক না কোনো কালি।

জীবন - ঘোড়ায় সওয়ার হয়ে
যেন দুই হাতে দিস তালি,
মরীচিকা বা সাগর ঝড়
যেন পথে না পাতে আড়ি।

বোন রে আমার, করি কামনা
হোস যেন তুই বিশাল বড়,
রইল শুভেচ্ছা, রইল আশীষ
আনন্দ অনেক আশুক অজানা।

- দাদা
14th April 2018
Mylapore, Chennai

No comments:

Post a Comment