যেন যাই দরকারে প্রভু
সকল জীবের পাশে
আদরকারে যেন ভুলেও কভু
না হয় যেতে কারুর কাছে।
ধুক ধুক জলতে থাকা
তেলসুণ্য প্রদীপ শিখার তলে,
কানপাতা মাটি যেন বোঝে,
নিরব রগ কেন স্পন্দন খোঁজে!
আটক প্রপাতের রুদ্ধ প্রতাপ
জন্মের দোষ কি, না সৃষ্টির চাপ?
ভীত মন বলে - চুপ, চুপ,... চুপ!
কাটবে কবে এ করুন কুরুপ?
মোহন বাঁশির প্রতি প্রাণ পেতে
আপন বুকের হাল না বুঝে,
কেন বসে থাকি দিক চেয়ে
সপ্নের সওদাগরের আশে?
ওরে! জলুক আগুন, উঠুক ঝড়!
ভীষন বিদ্যুৎ, তুই বেদম কর!
কাঁচা, না রঙটি পাকা, নয়তো
বুঝবো কি করে আয়নায়, অন্তর?
তাই, আজ স্রোতের উল্টো দিকে,
সাঁতরে যাওয়ার সাহস জাগে!
আওহান শুনি কার,
হে বীর কথায় তুমি?
ওই যে তাঁর শঙ্খধ্বনি বাজে!
টান পড়ে ছিরে যাবার আগে,
পাবো কি নিজেকে হারিয়ে -
রবির হৃদয়, মাটির মন?
- নয়ন
10.38pm, 10th June 2018
Coimbatore
No comments:
Post a Comment