Nayan | WritersCafe.org

Tuesday, January 14, 2020

ধ্যান রে, তুই কোথায়? Dhyan re, tui kothae? Oh meditation, where art thou?

(image credits: https://500px.com/photo/137895465 )

যতক্ষণ মানুষের শরীরে শক্তি থাকে,
সে ভাবে, এই করবো, ওই করবো,
চারিদিকে কেবল ছুটেই বেড়াতে থাকে।
যখন শরীরের শক্তি ক্ষীণ হয়ে যায়,
সে থিতু হয়, চুপ করে বসে,
এই অবস্থায় সে অনায়াসেই
ধ্যানের জগতে প্রবেশ করতে পারে।
কিন্তু তাও যে সে পারে না -
তার মন তখন শুধু আপসোস করে যায়,
যদি সামর্থ্য থাকতো, এই করতাম, ওই করতাম।
কিন্তু ধ্যানমগ্ন হওয়া কিছুর বিপক্ষে নয়,
কোনও কাজেরই বিরুদ্ধে নয়,
যে একথাটি বুঝতে পারে,
সে সহজেই ধ্যানমগ্ন হয়ে যায়।


-- নয়ন
১৪ জানুয়ারি ২০২০, সকাল ৮টা
তৃবেন্দ্রম

No comments:

Post a Comment