The Musical Poet's Diary
Let the pages of this diary take you through the deep and beautiful corridors of the Musical Poet's heart, mind and beyond...
Monday, November 11, 2024
বেয়াল্লিশের ওপারে - Beyallisher Opare
Saturday, October 12, 2024
কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?
Saturday, October 5, 2024
সত্যের ছোঁয়ায় - Sotyer Chhonwaye (In Touch Of Truth)
Monday, September 23, 2024
ভালোবাসা আর ভয় - Bhalobasha aar Bhoy
Thursday, September 5, 2024
পেয়ারা গাছ - Guava Tree
আমার প্রিয় পেয়ারা গাছটি আজ বৃদ্ধ!
আজ তাকে কেটে ফেলার কথা হয়!
কিন্তু আমার স্পষ্ঠ মনে আছে -
পেয়ারা গাছের সঙ্গে আমার ছোট বেলার খেলা,
তার সঙ্গে জড়িয়ে থাকা বাল্য কালের
এবং একটু বড় বয়সের সুখ-দুঃখ!
সেই যখন খুব ছোট্ট আমি -
পেয়ারা গাছটি আমার কাছে
বিশাল কিছু মনে হত,
আমি মাথা উঠিয়ে দেখতাম
বড় পেয়ারা গাছ কে -
খুব ভাল লাগত আমার তাকে!
আবার হয়ত সে একজন বন্ধুর মত
যখন আমি একটু বড় হলাম, তখন
আমার সমস্ত আনন্দ-কষ্টের কথা -
পেয়ারা গাছকেই তো বলতাম, আমি!
মনে হতো সে -
আমার আনন্দে আনন্দিত,
আমার দুঃখে পীড়িত,
আমায়ে উচ্ছসিত করছে,
নিরাশায়ে আশার আলো দেখাচ্ছে!
কিম্বা হয়ত সে একজন গুরুজন -
আমায়ে ঠিক পথ চিনিয়েছে
যখন-যখন আমি পথ হারিয়েছি!
ভগবানের মত, আমার মায়ের মত
অন্ধকারময় জীবনটাকে প্রকাশিত করে তুলেছে!
* * *
এবার একটি আশ্চর্য ঘটনা বলি -
পেয়ারা গাছের পাশের উঠুনের একটি অংশ
একটু ফেটে গিয়েছিল -
বোধ হয় তারই শিকড়ের জন্য।
সেটাকে সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়, কিন্তু -
মায়ের পায়ের ছাপ তাতে পড়ে যায়!
আমি দুঃখের দিনে সেই ছাপটিকে
কত বার প্রনাম করেছি!
* * *
আজ আর পেয়ারা গাছের তলে
মায়ের পায়ের সেই ছাপটিকে খুঁজে পাই না!
হয়ত সেটা মিটে গেছে, বা
ধুলায়ে চাপা পড়ে গেছে -
তার বোধহয় আর অস্তিত্ব নেই!
আমার প্রিয় পেয়ারা গাছটিও আজ বৃদ্ধ,
তার অনেক ডাল পাতা শুন্য,
বেশির্ভাগ পাতা হলুদ হয়ে গেছে!
এমন কখনও হয়নি! মনে পড়ে -
ক্লাসে এভারগ্রীন গাছের পাতা সাটতে দিয়েছিল -
আমি পেয়ারা গাছের পাতা সেঁটে নিয়ে গিয়েছিলাম!
হয়ত, দীর্ঘদিনের অযত্নে,
দারুন ক্ষতি হয়েছে!
মনে হয়, যেন সে নিজের
মহা-মরণের জন্য তৈরী হচ্ছে!
তাকেও বোধহয় কিছু দিন পরে -
খুঁজে পাওয়া যাবে না!
তারও ওই মায়ের পায়ের ছাপের
মতো, অস্তিত্ব থাকবে না!
আমার প্রিয় পেয়ারা গাছ,
প্রানের থেকেও প্রিয়!
আমার কাছে কখনও আশ্চর্য কিছু,
বিশাল কিছু, বড় ভাল কিছু!
কখনও বা বন্ধুর মত, সখার মত!
আবার কখনও গুরুজনের রূপে,
ভগবানের রূপে, মায়ের রূপে!
আমার সুখ-দুঃখের সাথী,
দুঃসময়ের সাহারা,
আলো আর অন্ধকারের জীবনে
আমার পথ-দ্রষটা!
আমার পেয়ারা গাছের,
আমার মাঝ থেকে
চলে যাবার আগে, আমি -
পেয়ারা গাছের একটি ছবি
নয়নের ক্যামেরা দিয়ে তুলে
রেখে দেবো মনের এলবামে!
নয়ন
সোমবার, 29 ডিসেম্বর 2003
পাটনা
(পেয়ারা গাছের ছবিটি অনেক পরে 2024 সালের 5 সেপ্টেম্বরে তোলা। তখন গাছটি বেঁচে উঠেছে। কবিতাটি অনেক আগে লেখা।)