Nayan | WritersCafe.org

Friday, May 31, 2024

লক্ষ্মীবারে লক্ষ্মী এলো Lokkhibare Lokkhi Elo

লক্ষ্মীবারে লক্ষ্মী এলো

মায়ের কোলে ভুঁয়েতে,

মেয়েটি আজ জননী হলো

বড় মায়ের কৃপা-আলোতে।


ন'মাসের ধারণ আজ পূর্ণ,

দিয়া অপূর্ব আজ জ্বলাতে,

মায়ের প্রাণের শিখা সে যে,

নবশিশু এলো যে আজ ধরাতে।


বাবা মায়ের আনন্দ অশেষ

স্নেহে সুরক্ষিত তাঁরা রেখেছে,

প্রাণটি তাঁদের এই কোমল রূপে

ভালোবাসার ডোরে বেঁধেছে।


স্বপন দেখে চলে মন, জীবনের

ধারায় যেন হোক সে জয়ী।

লক্ষ্মীবারে লক্ষ্মী এলো

নাম পড়লো 'আরোহী'।


- নয়ন

শুক্রবার, 31 মে 2023

সকাল 8:45, পাটনা


(গতকাল 30 তারিখে বোনের কন্যা শিশু জন্মের উপলক্ষে লেখা)

Wednesday, May 22, 2024

অসীমত্বের স্পর্শকাতরতা (In Fear and Love of the Infinite)


ভবসাগরের মাঝধারে
নির্বুদ্ধ জীবনের সব দায় 
আমার, রইল কেবলই হায় 
চিরন্তন ভালবাসার প্রতীক্ষা!

অফুরন্ত ভাণ্ডার হতে শেষ,
রাঙা রক্তের শেষ নিমেষ,
ধমনী হতে বইতে বইতে,
আর পারল না শেষে সইতে!

যুগল কণ্ঠের খোঁজে
হৃদযে বেতান ঝংকার বাজে।
স্বপ্নের সুন্দর কে ঠেলে দূরে
ভুল করলে হে অহংকার!

ভুল ত্রুটি ক্ষমা কৃপার ঊর্ধ্বে -
যিনি অসীমের বীণায় বাজান
মানব বক্ষে নির্মলের ছোঁয়া -
তাঁরই শরণাপন্ন আজি, হে সত্য!

প্রাণপণে দিয়ে আজ
অশ্রুজলের অঞ্জলী,
মহাবিশ্বের মাতৃত্বে দিও
মোর মলিনতা মুছিয়ে!

এই করজোর মোর
কভু আর করো না কৃপণ,
সৃষ্টির উৎস হতে ফুটুক
শিরায় শিরায় মঙ্গল তান, হে শিব!

ভালোলাগার ইচ্ছাপটে
চললই বা অনিচ্ছার তাণ্ডব,
তবু দিও গো মতি, করো না
ঝড়ের ঝাপটায় দিকভ্রম!

মৃত্যুর হাতছানিতেও যেন
হোক জীবনের স্পন্দন,
ভাবের অভাবকে পূর্ণ করে, দিও
একাকীত্বের একাত্মতা, হে সুন্দর!

- নয়ন
বুধবার 22 মে 2024
দুপুর 12, পাটনা

Friday, May 17, 2024

ঠিক আছিস তো? (thik achish to?)



অভ্যর্থনা, প্রসংশা বা

শব্দে যত্নের প্রকাশ -

এগুলোর দরকার হয় তখনই,

যখন মানুষের মনের মাঝের

দূরত্বটা শক্তরুপ ধরে থাকে।

কিন্তু সেই দেয়ালটা মিটে গেলে,

সেই মনোমালিন্যটা মুছে গেলে,

আর প্রয়োজন হয়না কৃত্রিমতার -

এত চেষ্টার, এত তুষ্ট করার।

মানুষের নির্মল মনের স্পর্শ

তখনই পাওয়া যায় যখন

সে অপরের ভালোর ইচ্ছায়

নিজেকে হারিয়ে ফেলে, ভুলে যায়...

বা হয়ত কোনও কারণবশত

কারোর মধ্যে কিছু এমন ঘটেছে,

যে সে চোখ খুলে চাইতে পারছে না,

মুখ খুলে বলতে পারছে না আর, 

কিন্তু প্রাণের টানটি তবু জানতে চাইছে...

তখন সে অনায়াসেই বড় হয়ে ওঠে -

চায়না যে অন্য কেউ দেখুক,

চায়না কোনও ঢাক-ঢোল পেটাতেও।

কেবল নির্ভেজাল ভালবাসা

বুক দিয়ে বেরোয় - চোখের দৃষ্টিতে,

নিঃশ্বাসের স্বপ্নে, মুক প্রার্থনায়।

তখন কেবল সেই কথাটি ভেসে আসে -

"ঠিক আছিস তো?"


- নয়ন

শুক্রবার, 17 মে 2024

দুপুর 2:00, পাটনা