Nayan | WritersCafe.org

Tuesday, August 20, 2013

aasbe kobe (when shall you come)



আসবে কবে?

সেদিন যবে দেখেছিলেম তোমায়,
মুক্ত গগনের ওই আলোয়ে!
মিশে গেলে তুমি চিরকালই যবে,
প্রভাতের ওই সাগর খেলায়ে!


সেদিন যবে দেখেছিলেম তোমায়,
নদী-তীরের গাছের পাশে!
শেষ
দেখা তব, আর কি পাব -

চোখের হাঁসি মনের প্রকাশে?


সেদিন যবে গেছিলে যে সাথে,
মাস্টারমশাই
-এর পাঠ্শালায়ে!

পাখির
ডাকে, হাওয়ার ছোঁওয়ায় -

দেখা দাও ফের শুন্য দেবালয়ে!


সকাল বেলা মিষ্টি ফুলের গন্ধ নিয়ে,
কবে
যে তুমি ঢুকে যেতে আমার ঘুমের মাঝে!

উঠিয়ে
তুলে বলতে - দেখ কত আলো!

আবার
প্রভাত আসবে কবে, তেমনি ভালো?


দুপুর বেলার ঝলকানি রোদ,
পাতার
ফাঁকে টুপটুপিয়ে পড়ত যবে ভূয়ে!

তেমনি সেদিন আসবে কবে, লাগিয়ে 
ছোঁয়া আমার মনের প্রাঙ্গনে?


সন্ধ্যা বেলাযে ধুপ-ধুনো নিয়ে,
পাখিরা
যখন ঘুমিয়ে পড়ত শুয়ে,

তোমার
আওয়াজ শুনতে পেতাম শঙ্খ-ধ্বনির ফাঁকে,

আসবে
তুমি আবার কবে সেই রূপকথার মাঝে?
নয়ন
11:19 am,
Fri, 5th Nov 2010
Madhapur, Hyderabad
India
 


© Bhaskar Jyoti Ghosh [Google+, FB]
 

No comments:

Post a Comment