আবেগ ভরা কণ্ঠ ওনার,
"এগিয়ে এসো, আর করো না দেরি"!
মৃত্যু শয্যায় মা যে মোদের,
"মাই হার্ট বিটস ফর কাবেরী"!
শুনে ওনার এই আওহান,
ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধ ও জোয়ান,
দিয়ে সাড়া শিশু, তরুণ, তরুণী,
ঢেলে দেয় তারা প্রাণ!
বহু কাল ধরে বইছে এ জল,
জীবন দায়িনি স্নিগ্ধ শীতল,
যার ছায়ায় হলাম বড়, দিলাম
তারই কোলে মরণ খাঁড়া!
একি হায়! কর্তব্য ভুলে,
দিলাম আঘাত জীবনের মূলে!
ডাকে যে কাবেরী মা,
হৃদয় আছে কি তোমার শোনার?
সে যে ডাক দিয়েছে কোন সকালে,
বেহুঁশ মোরা, ঘনিয়ে যে সন্ধ্যে এলো!
জেগে ওঠো, দাও যোগ, কাবেরীকে
বাঁচাতেই হবে, এবার তো খোলো চোখ!
এক দিনের প্রেম নয়,
এ বারো বছরের পণ!
আমার সঙ্গে থাকো, ধরো হাত,
লাগাই আমার শেষ জীবন!
বলে চলেন উনি, কাবেরীর প্রতি
জীবনের সকল কর্ম ঢালো দেখি,
মেয়ে শিশু জন্মালে তোমাদের ঘরে,
কথা দাও, ডাকবে তাকে কাবেরী!
নয়ন,
সোম, ৯ সেপ্টেম্বর, ২০১৯
কোয়েম্বাটোর
আমি কী করে একটি নদীকে বাঁচাতে পারি?
তরুণ, তরুণী, শিশু ও বৃদ্ধ, সকলে এগিয়ে আসছেন...
আপনি কার অপেক্ষায় আছেন?
কবেরিকে বাঁচাতে সঙ্গে আসুন।
এই লিংকে নিজের অভিযান শুরু করুন।
cauverycalling.org
Visit cauverycalling.org and support the planting of trees.
Either Donate trees or Become a Fundraiser and reach out to your friends and family for Saving Cauvery river!