Nayan | WritersCafe.org

Wednesday, September 19, 2018

কোথায়ে আমার মুক্তি প্রভু

কোথায়ে আমার মুক্তি প্রভু?
মুক্তি, কোথায়ে খুঁজি তোমাকে?
সৃষ্টির বিস্ময়ে, বাহির প্রান্তরে,
না, নিশ্চিহ্ন তার শূন্যে, মনের অন্তরে?

দিয়ে ফাঁকি কর্তব্যের ফাঁকে,
না, দায়িত্বের চাপে কর্তব্যের ফাঁদে?
হে মুক্তি, কোথায়ে আছো আড়াল,
কোথায়ে পাবো তোমাকে?

করণীয় কিন্তু পিছিয়ে থাকা অপূর্ণতা
যবে করে গ্লানির অধীন, তবে
আবশ্যকতা অনুযায়ী কর্মের প্রচেষ্টা
কি মুক্তির পথ খুলে দেয় না?

উপকৃত জীবের তৃপ্ত হাঁসি
যখন দু চোখ ভাসিয়ে দেয়,
তখন কি আর থাকে স্বার্থের লেশ?
আপন পরের গণ্ডি ছাড়ায়ে অনায়াস।

অলঙ্কারের অহঙ্কার - শব্দে ও রূপে,
বহিয়ে নিয়ে যায় দূরে,
নির্মল, নিরঞ্জন মন মম,
বাঁধ ভাঙ্গা বন্যা সম!

কিন্তু অচেতনতার সাগর ও
এত চেতনা বিহীন নয়!
বারন বার্তার ফুলকি যেন
ক্ষণে ক্ষণে তীরের আভাস দেয়।

জগতে যে দিতে হবে জ্যোতি,
সত্য বিনা কেমনে পাবো স্থির গতি?
কেমনে থামবে এই সমাজ স্খলন,
বিনা লৌহ সিংহ জ্বলন্ত অগণন?

জনমের শোধ ডাকে যে বারে বারে
(ভৌতিক) সংসারের অনন্ত কূপে!
কেমনে হবে মানস শুদ্ধি?
কাঁদে (নিরুপায়) বিবেকহীন বুদ্ধি!

চাবিহীন হাথে কেন খুঁজে ফিরি
অদৃশ্য দরজার অস্তিত্বহীন তালা?
এপার ও ওপারে যখন নেই কোন দেয়াল,
অাপনারে বেঁধে রাখে কেন এ তীরের খেয়াল?

হে সম্রাট!
দাও দাও ধ্বনি! কর কলরব শূন্য!
কর্ম যুক্ত, ভক্তি সিক্ত করে
মোরে চৈতন্যে দিয়ে গড়ে,
কর স্নিগ্ধ দীপ্তি পূর্ণ!

প্রাণ দিয়ে করা কাজের
না হোক কোন গণ্ডি ও ভেদ!
যেন কাজের মাঝেই ধ্যান
ও পাই ভক্তির সমাবেশ!

কর শক্ত, কর সত্য,
দুর্বলতা - দ্বিধা বিহীন চিত্তে,
সেবা - ই হউক মুক্তি আমার,
করি অর্পণ এই মানব তীর্থে!

-- নয়ন
9:20pm, 19th Sep'2018, Patna

(C) Bhaskar Jyoti Ghosh

No comments:

Post a Comment