Nayan | WritersCafe.org

Wednesday, January 8, 2025

Of Nuts and Non-Nuts


Nuts and Non-nuts
either in the bodies
or in the minds,
Roam around in infinite
proportions and size,
That wonder itself
gets wonder-struck!

How come from
the ingredients same,
like the Mango tree
who laid its trunk low
offering to sit and swing
for us - monkeys and men,
became Nuts and Non-Nuts!

Nuts that think totally sane they are,
and Non-Nuts that feel quite the opp.,
Strange are the ways of the world
where troubles and blessings
come in disguise - painfully wise,
to knock the nuts and muddle the pellucids -
remodeling the equation for a change!

The same earth that made this mould,
the same sun that breathed life
into the bossom of existence,
and the same breeze of breath
and the mix of water and blood
that moved up and down
through arteries and veins...

And brought up the fragile foetus 
with such fortitude and force -
a hope of humanity for all mankind -
that made moments seem like eternity,
and into the most cherished treasure.
But, it also shielded us from reality,
and sheathed us from seeing the truth,

When shall one realise that 
brooding belief in the obscure fate 
is actually the most cruel joke
on the vast storyline of life.
But then, life loves some amusement,
the way it makes, breaks and rebuilds -
Hand-crafted well - weird and wise!

- Bhaskar Ghosh
10:30 am, Tue, 7th Jan
Chhapra, Bihar

Thursday, November 28, 2024

the illusion of the ability to control




Howsover many times may life remind
Us of the illusion of the ability to control,
And yet the mind tries and retries
To make something or someone other
In that one single way to act or behave
As if it truly believes it to be true...

It twists and turns the same material,
Churning out realities of ourselves,
Tailored towards that one sole goal
Of "I'm right and everyone's else a fool",
To please the ego lurking in the shadow, 
As if a never ending TV show...

Then life, from whom no one's hidden,
Who is cleverer than the cleverest mind,
Brings situations to test man's mettle,
That falters the false pride, and
Makeups that can't stand the time,
As if falling like a pack of cards...

The changing seasons of in and out,
The creaking bones of body and mind,
And over the boiling mix of fool's paradise,
To realise it all comes from, and goes back to the same Source,
Not a property to own, or a life to control,
But just to be, as if like a leaf on a tree...

--nayan
Thursday, 28 Nov 2024
3:40pm, Patna



কীই বা বলতে পারি? What can I say?


লোকে আমায় বলতে বলে,
এই মনটাও আমায় বলবার জন্য উস্কায়,
কিন্তু কীই বা বলতে পারি আমি?
অন্য আর একজনকে
কীভাবেই বা বলতে পারি?
আমি তো অন্য কাউকে জানিনা!
নিজেকেই তো জেনে উঠিনি এখনও -
তাহলে কীভাবে অন্য কাউকে জানবো?
আমি কেবল নিজেকেই 
জানতে পারি, অন্য কাউকে নয়!
কিন্তু তাতেও বড় চেষ্টা লাগে।
কেউকেউ বলেন অতি সহজ,
তবু বড় কঠিন লাগে নিজেকে চেনা,
নিজেকে সত্যি সত্যি জানা।
ক্ষণে ক্ষণে রূপ পালটে নেয় এই "আমি"!
কীভাবে চিনবো, কীভাবে জানবো একে?
আর যখন নিজেকেই জানিনা,
তখন কীকরে কিছুই বা বলবো?
যাই বলবো, সব যে মিথ্যে শোনাবে!
কারুর মনে তা কিন্তু জাগিয়ে তোলার
আঁচড় কাটবে না, কেবলই কাঁদাবে!
তাহলে কেনই বা বলি কাউকে কিছু?
যে সবেতেই আছে, সবই দেখছে যে -
যদি বলতে হয় সেই বলবে।
আমি কি তাঁর থেকে দক্ষ?
তাই ক্ষুদ্র এই জীবনখেয়ায়,
আমাকে নাহয় থাকতে দিলেই বা চুপ,
দেখতে দিলে যা যা হয়ে চলেছে শুধু,
তাতে কি কিছু যায় আসে?
যদি কোনদিন জানতে পারি নিজেকে,
চিনতে পারি আপনার সত্য স্বরূপ,
তাহলে নাহয় বলা যাবে ক্ষণে -
অকপট বক্ষে দুয়েকটি অরূপকথা!

-- নয়ন
বৃহস্পিবার, 28 নভেম্বর 2004
দুপুর সাড়ে 12টা, পাটনা

(Image source: https://www.photocase.com/photos/4612195-flowers-shadow-game-on-the-wall-shadow-play-light-photocase-stock-photo)

Monday, November 11, 2024

বেয়াল্লিশের ওপারে - Beyallisher Opare


আজকের দিনটা
বেশ ছিল সীনটা,
কত বছর আগে
যেন আবছা লাগে,
বেয়াল্লিশের পারেতে
কত ভার ঘাড়েতে,
আর কি পড়ে মনে
হৃদয়ের সনে?
জগতের ঝলকানি
আলোর হাতছানি,
গর্ভের বাইরে,
পয়লা পায়ে দাঁড়িয়ে,
উঁকি মেরেছিল জীবন
মায়ের কোলে আগমন,
হঠাৎ কত শোরগুল
যেন কার মাশুল,
কান্নায় ভেজা চোখ
সবাই কয় উৎসব হোক,
অচেনায় মনটা
ধুকধুক কোনটা,
পৃথিবীর বুকেতে
সুখেতে ও দুখেতে,
মনে রবে কি কথাটা
কেমন ছিল দশাটা?

-- নয়ন
সোমবার, 11 নভেম্বর 2024
সকাল 8 টা, পাটনা

(image courtesy: https://www.feistees.com/life-universe-everything-42-t-shirt)

Saturday, October 12, 2024

কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?


যে ভালবাসায় কোনও শিকল নেই,
গলা টিপে ধরবে - কোনও এমন কল নেই,
দমবন্ধ করা "করতেই হবে"-এর বলও নেই,
সেরকম ভালবাসাতেই যেন যাই গো প্রভু!

যে ভালবাসায় প্রত্যাশার মরম যন্ত্রণা নেই,
চাহিদা মেটানোর তর-না-সওয়া উগ্রতা নেই,
ছল করে যা চাই তা আদায় করার চেষ্টাও নেই,
সেরকম ভালবাসাকেই যেন গ্রহণ করি প্রভু!

যে ভালবাসায় নিজের ঢাক পেটানোর জ্বর নেই,
রাগ, সংশয়, হিংসে ইত্যাদির লেশমাত্র যেখানে নেই,
আবেগের বশে ক্ষতি চাইবার মতো ইচ্ছেও নেই,
সেরকম ভালবাসাতেই যেন নত হই প্রভু!

যে ভালবাসায় আছে স্বেচ্ছায় সাহায্য করা,
বিরহের ব্যথায় নিঃশব্দে চোখের জল ফেলা,
আর আছে নিজেকে ভুলে শুধু ভালো চাওয়া,
সেরকম ভালবাসাতেই যেন যাই গলে প্রভু!

-- নয়ন
শনিবার, 12 অক্টোবর 2024
রাত 11 টা, পাটনা

Saturday, October 5, 2024

সত্যের ছোঁয়ায় - Sotyer Chhonwaye (In Touch Of Truth)


একটা মানুষকে কাছে পেতে
হয়ত আমরা মিথ্যে বলতেই পারে,
কিন্তু মিথ্যে বলে কাউকে যে পাওয়া যায় না,
সত্য এক না একদিন বেরিয়ে আসেই।

মিথ্যা বহুরূপী -
দরকার অনুসারে রূপ পাল্টায়।
সত্য চিরস্থায়ী চিরন্তন -
সময়ের সাথে তা বদলে যায় না।

মিথ্যের মুখোশ লাগে -
তার সাজসজ্জার দরকার পড়ে।
সত্য উলঙ্গ শিশুর মতো সুন্দর -
তাকে ঢাকতে আবরণ লাগে না।

প্রত্যেক মানুষের আপন আপন মিথ্যে হয়,
মিথ্যে অধিকার-অধিপত্যের আভাস দেয়।
সত্যকে কেনা সম্ভব নয়,
সত্যের আমার-তোমার হয় না।

মিথ্যের শুরু হয়, শেষ হয় -
তাকে ঘিরে তাই হারিয়ে ফেলার ভয়ও হয়।
সত্য চিরশাশ্বত, অনাদি-অনন্ত -
সত্যের স্পর্শ ভয়ভঞ্জন করে।

মিথ্যে ক্ষণিক সুখ দেয়, দমবন্ধ করে,
একটা মিথ্যেকে ঢাকতে আরেকটা লাগে।
সত্যের কোনও অবলম্বন লাগে না,
কষ্ট দিলেও তা কিন্তু মুক্ত করে।

এই দেহের খেলোনা, এই মনের ছলনা,
এই জগৎ-সংসারের জল্পনা-কল্পনা,
তার মাঝে এই আলো-আঁধারের খুংশুটি -
মিথ্যের এই খেলাটা কি না করলেই নয়?

কতকিছুই না আমরা করে থাকি
আমাদের ব্যক্তিগত মিথ্যেটুকুকে বাঁচাতে,
সবই কিন্তু একদিন হাতছাড়া হয়ে যায় -
এই সত্যটাকে যদি একবার দেখতে পাই!

আমাদের মধ্যে যে স্বাস-প্রশ্বাসটি চলে -
ঈশ্বরের শাশ্বত উপস্থিতি জানায়, অনবরত।
তার ছোঁয়া যদি একবার আমরা পাই, সজ্ঞানে -
তাহলে আর সত্যকে ঢাকতে মিথ্যেগুলো লাগবে না।

যা দিয়ে প্রত্যেকটা ছবি ফুটে উঠছে,
প্রতিটা রঙ চোখ মেলে তাকাচ্ছে,
আর তাতে প্রাণের স্পন্দন দেখা দিচ্ছে -
সৃষ্টিকর্তা কী তুলি ধরেছেন হাতে!

সৃষ্টির এই অন্তহীন ক্যানভাসে
প্রকৃতির এই অবাক করে দেওয়া ঝলক
কি থমকে দেয় না মনের অন্তর?
তাহলে কেন ফেঁসে আছো এই ঝামেলায়?

সত্যই ব্রহ্ম, সত্যই ঈশ্বর, 
সত্যই পরম সুন্দর!
জনম-মরণ, সুখ-দুঃখের ঊর্ধ্বে,
সত্যই চিরশাশ্বত জীবন!

আজ আদ্যাশক্তির আওহানে
গগনে-গগনে ধ্বনিত জীবনের জয়গান -
ঘুম ছেড়ে ওঠো, ফেলে এই মিথ্যে তাড়না -
সত্যের ছোঁয়ায় আজ তোমার আমন্ত্রণ!


-- নয়ন
শনিবার, 5 অক্টোবর 2024
১৪৩১ এর আশ্বিনের দুর্গাপুজোর তৃতীয়া 
সকাল 10:24, পাটনা


Monday, September 23, 2024

ভালোবাসা আর ভয় - Bhalobasha aar Bhoy



ভয় পাও বলে কি ভালোবাসো?
নাকি ভালোবাসো তাই পাও ভয়?
বেড়ে উঠলেও বড় হওনি বোধহয়,
তাই রয়ে গেছে মনে এই সংশয়।

ভালোবাসা হলে ভয় হবে না,
ভয় থাকলে ভালোবাসা নেই,
এই দুই একসাথে থাকে না,
ভালোবাসাকে ভুল বুঝেছো তাহলে।

ভয়ের আচ্ছাদনে সন্দেহ-সংশয়রা
লুকোচুরি করে, দমবন্ধ করা
রুদ্ধশ্বাস যেখানে বুকে টিপটিপ করে,
ভালো চাওয়া সেখানে যায়না।

ভালোবাসার আঙ্গিনায় কিন্তু
কাউকে আটকে রাখা থাকে না,
নিজস্ব চাওয়া ফেলে শুধু দেখা -
যাকে ভালোবাসি, সে ভালো আছে তো!

প্রত্যাশারও স্বার্থ সেখানে ঘর করে না,
রাগ-বিদ্বেষ সেখানে আসতে পারে না,
নিজের খেয়াল যেখানে আর থাকে না,
ভালোবাসার পাত্রটিই শুধু রয়ে যায়।

ভালোবাসা সত্যের ছোঁয়া হারায়
যদি ভুলকে তার সংজ্ঞা দিয়ে বসো!
ভালোবাসা মুক্ত করে, তাতে
ধরে রাখার প্রবণতা থাকে না।

যাকে ভালোবাসো, সে তোমার! -
এটা ভাবা যে ভীষণ ভুল!
আর সে তোমারই অনুসারে চলবে! -
এ কিন্তু ভালোবাসা নয়।

জলজ্যান্ত একটি প্রাণ -
সে কীকরে তোমার-আমার হতে পারে?
জীবনকে বস্তুতে পরিণত করে যা -
কীকরে তা ভালোবাসা হতে পারে?

জীবন, ফুলেরই হোক বা মানুষের -
ফুটে ওঠে, সুগন্ধ ছড়ায়, আবার ঝরেও পড়ে।
তার ভালোবাসা সুগন্ধ ছড়ানো - তাকে
মুঠোয় ধরতে গেলে তো সে মারাই পড়বে!

তাই সত্যের আলোয় এসো,
চৌদিকে চেয়ে দেখো,
ধরে রাখার নেই কিছুই এখানে,
আছে কেবলই ভালোবাসা! 

বিদ্বেষ, বেদনা, সন্দেহ, সংশয় 
মুক্ত হও, দেরি করো না আর!
অনেক করেছো বহন,
এবার ফেলে দাও এই ভার!

সত্যকে বুঝতে সাহসী হও
বন্ধু, মিথ্যা করোনা হাহুতাশ!
চোখ খুলে চাও, দেখো
আলো, জল আর বাতাস!

-- নয়ন
সোমবার, 23 সেপ্টেম্বর 2024
দুপুর 12:45, পাটনা