যাবে নাকি হাঁটতে, একসাথে,
ভোরের মিষ্টি রোদ্দুরে ভাসতে?
দূর অবধি ছড়িয়ে থাকা মাঠে,
একটি ছাগল আর দুটি সারসের সাথে?
আর হাঁপিয়ে গেলে একটু হাঁপাতে,
হাঁ করে বসে থাকা চেয়ারের পাশে?
সকালের ঘুমচোখ মেটাতে এক টুকরো
বিস্কুট আর এক চুমুক চায়ের আশে,
রাঙা মাটির পথে সেই আমগাছের তলে,
যাবে নাকি সেই ছোট্ট দোকানেতে?
--
ভাস্কর ঘোষ
সোমবার, 7 এপ্রিল 2025
সকাল 8:00
(গুগল জেমিনির মাধ্যমে ছবিটি তৈরি)
No comments:
Post a Comment