হঠাৎ আজ টনক নড়ে,
মাথায় আজব খেয়াল পড়ে,
টাইম ট্রাভেল করছি মোরা,
চড়ে তাজব সময় ঘোড়া!
কতই দেখে সাই-ফাই,
মনের ভ্রমে হাই-ফাই,
মিস করেছি সহজ টান,
তাই বুঝি আজ অভিমান?
জীবনটা উল্টে দিলে হয়,
বছরটা পাল্টে দিলে হয়,
চলে যাওয়া তবু আর আসে না,
ঘটে গেছে যা, আর ঘটে না!
মনের ভেতর তাই হুড়োহুড়ি,
বছর শেষে সব তড়িঘড়ি,
যার যা কাজ বাকি রবে,
নতুন দেশে বিচার হবে।
দিনের শেষে ঘুমের দেশে,
মানুষ যে কত আছে ফেঁসে!
বোধ বুদ্ধি কজন জানে,
ভুলকেই হায় সত্য মানে!
যাদের শত শত বলিদান,
রেখেছিল জীবনের মান,
আজ তাদেরই সন্মান,
চায় ভীক্ষে ত্রাণ!
ধরণী মাগো! এবার ধরো,
পাপের ভার পবিত্র করো।
দ্বেষ হিংসা ছেড়ে উঠি মোরা,
ফুটুক প্রেমের ফুলের তোড়া।
ঈশ্বরের কাছে চাই দান,
আশা দাও, দাও প্রাণ!
সময় যেন ঘোরে আবার,
নতুন বছর হোক সবার!
-- ভাস্কর জ্যোতি ঘোষ
বৃহস্পতি, 1 জানুয়ারি 2026
দুপুর 2:15, বর্ধমানের কাছে,
পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
(ছবিটি perplexity এর মাধ্যমে তৈরি)
No comments:
Post a Comment