Nayan | WritersCafe.org

Tuesday, April 8, 2025

সাগরের ঢেউ, চাঁদের টান ও সাদা রঙের অতিথি (Sea, waves, moon and white guest)



দূর থেকে উড়ে আসা ঢেউগুলো
আছড়ে পড়তে চায় পারে -
যেন তাদের আর তর সহে না!
সাগরের বিশাল দেহটি জলের -
কেন জানিনা পার খুঁজে পেতেই
আনন্দে আত্মহারা হয়ে যায়!

চাঁদের পূর্ণ জোছনাকে কাছে পেয়ে
যেমন উথাল পাথাল হয়ে যায় সিন্ধু,
তেমনই হয় আবার তাকে খুঁজে না পেলে,
অসীম যন্ত্রণায়, তার বিরহের বেলায় -
বোঝালেও বুঝতে চায় না আর, চায় শুধু
পৃথিবীর বুকে সমস্ত অভিমান উগড়ে দিতে!

সেই আকুল মনের জালা,
সেই পাগল প্রণয় পালা,
জল দেহর অঙ্গ অঙ্গ করে ঘর্ষণ,
হাওয়াকেই পেয়ে দূত সে মনের মতন,
এই নোনা জলের বাষ্প ধোঁয়া -
যা নিয়ে মোর চোখের জলের ছোঁয়া!

হঠাৎ দেখা যায় আকাশে এক ঝাঁক
উড়ে যাওয়া সাদা রঙের অতিথি!
মনহারা সাগরের ঘোলাটে ফেনার ঢেউকে
চাঁদই যেন পাঠিয়েছে কথা -
শান্ত হও, ধৈর্য ধরো, দেখো চেয়ে অন্তরে,
দূরে থেকেও আছি যে কাছে!

-- ভাস্কর ঘোষ
মঙ্গলবার, 8 এপ্রিল 2025
সকাল 7:00

(গুগল জেমিনির মাধ্যমে ছবিটি তৈরি) 

No comments:

Post a Comment