Nayan | WritersCafe.org

Thursday, August 1, 2024

নবজাতকের অংকুর - Nobojatoker Onkur


বর্ষায় বাহিরের তপ্ত ধরা
যেমন ভিজে তৃপ্ত হয়ে যায়,
তেমনই বন্ধ বাহনে বসা
মানুষটির শুষ্ক অধরও 
জানালার গা বেয়ে পড়তে থাকা
জলের ধারাকে দেখে নেচে ওঠে!

বসুন্ধরা যখন নিজেকে দিয়ে দেয়
মেঘের ছায়ায়, বর্ষার আলিঙ্গনে,
তখন তার অঙ্গ অঙ্গ বেয়ে বহে
জীবনদায়িনী রসের ছোঁয়া,
আর যে সকলকে সে ধারণ করে,
সে সবই পেয়ে যায় নবজীবনের স্পর্শ!

মাটি হয়ে ওঠে সবুজ,
পুকুর ও নদী টইটুম্বুর,
গাছেরা পরিষ্কার পবিত্র,
ধরণীর লাজ হয় রক্ষা,
পশুপক্ষী হরষে হয় পুলকিত,
চারিদিকে তখন আনন্দের ফুলকি।

পৃথিবীর চৌচির বুকে জাগে
আবার করে জীবনের স্পন্দন,
আর সৃষ্টি আবার স্বাস ফেলে,
সৃজনের ছোট্ট ছোট্ট হাত ধরে
তাই আজ ফোটে নবজাতকের অংকুর,
আবার করিয়ে দিয়ে মনে, মাটিই যে মা!

-- নয়ন
বৃহস্পতি, 1 আগস্ট 2024
দুপুর 12টা, বন্দে ভারত এক্সপ্রেস,
আসানসোলের কাছে

No comments:

Post a Comment