Nayan | WritersCafe.org

Friday, May 24, 2013

JIJO

Sharing the grief and the extreme feeling of loss at losing our beloved dear Jijo, my cousin brother, forever in a fateful accident in Pune on 23rd May 2013! He was only 18! and in Engg 1st year! He died an untimely death, much to the agony of his parents and sisters who could not get the chance to see him even once before life bade him bye!
He will never come back! He will never speak! For all those who can read Bengali, I thank you if you read, and pray with us for his soul's journey for peace!



দাদা!
হ্যান জিনিয়া?
দাদা!
বল জিনিয়া!
দাদা! ও আর নেই!
কি ?
জিজো আর নেই!
...
আমাদের আদরের জিজো টা আর ফিরে আসবে না!

দুপুরে সোনিয়া ফোন করেছিল 
দাদা! কোথায়ে আছো ?
জিজোর accident হয়ে গেছে গেছে!
ফ্লাইট এর টিকিট দেখো না দাদা!
৩ জনের , এখুনি বেরোতে হবে!
খুব critical !

তারাতারি খাবা ছেড়ে দৌড়ালাম 
ডাইরেক্ট flight পাবাই যাছিল না!
দাদা ২ জনের book কোরো ,
কাকি দিল্লি থেকে চলে যাবে ৬ টাতে .

শেষে নাগপুর থেকে পুনের flight বুক করলাম 
মেসো আর কাকু নাগপুর যাবার  
জন্য প্রস্তুত হলো 
তখন কি আর জানতাম?
আমাদের আদরের জিজো টা আর ফিরে আসবে না!

কেমন করে accident হলো, সোনিয়া?
জানিনা দাদা! 
bike এতে accident!
ribs fracture হয়ে গেছে !
operation theatre এ আছে 
critical আছে jijo!
একদম জানতাম না রে তখন -
আমাদের আদরের জিজো টা আর ফিরে আসবে না!

এই তো এক বছর আগে 
এসেছিল জিজো hyderabad এ 
bangalore এ পরীক্ষা দিয়ে
ফেরার পথে !
আমি গেছিলাম তো station এ 
কি সুন্দর ফুট-ফুটে দেখতে লেগেছিল
ছোট্ট ভাই টাকে !
লম্বা, smart, আর সেই ছোটবেলাকার 
মিষ্টি হাসি !
ভগবান! জানতাম না গো তখন!
আমাদের আদরের জিজো টা যে আর ফিরে আসবে না!

liver ফুটো হয়ে গেছিল !
ribs গুলো fracture হয়ে গেছিল !
২০ বোতল রক্ত চড়েছিল !
কিন্তু বাচাতে পারেনি তো ডাক্তার রা!
আমি কেমন করে কি বলেতে পারি?
সেই দুই বোন্ কে!
যারা চোখের সামনে ছোট্ট ভাই টিকে 
বড় হতে দেখেছে !
কেমন করে বোঝাতে পারি?
যে কাঁদিস না!

সেই মায়ের বেদনা কত!
যে নিজের একটি মাত্র 
সন্তান কে হারালো!
তার সেই অমুক যন্ত্রণা 
কে বুঝবে ?
ছেলেটির মুখ ও দেখতে পারল না!
ভগবান! এইটুকু ও সুজক কেন পেল না তারা?

মাসি কাঁদে! মামী কাঁদে! জেঠি কাঁদে!
দিদিরা, বন্ধুরা সবাই কাঁদে!
বাবা কাঁদে, মা কাঁদে!
কান্নার স্রোত আর থামেনা!
সেই জলজান্ত ছেলেটা -
এমন করে চলে যাবে?

সেই বাড়ি! আর কি তাতে খেলা করবে -
জিজোর পায়ের আওয়াজ?
নতুন করে তৈরী করা 
ওর জন্য ঘর টা !
ওটা শুন্যই রয়ে গেল!
দিন যাবে! রাত যাবে!
এই শূণ্যতা কভু যাবে না!

আর কি তুই আসবি না?
আর কি মা বলে ডাকবি না?
দিদির সংগে খুনসুটি করবি না?
এই দাদাকে আর কি দেখা দিবি না?
চলেই গেলি রে তুই, 
মা-বাবাকে না বলেই! না দেখেই?
কিছুই তো না জিগেস করে করতিস না!
এত বড় decision টা একলাই নিয়ে নিলি?
রেখে গেলি মনের ভিতরটাতে 
যেন ভিসম বড় ফুটো !

-
Friday, 24th May 2013
11:06 pm
Malaysian Township
Hyderabad

বসে বসে শুধু কান্না আসছে! আমার দুঃখ কিছুই নয়, কাকি, কাকু, আর সোনিয়া, জিনিয়া-র তুলনায়! কাল (23rd May 2013), জিজো নিজের শেষ নিশ্যাশ নিল বিকেল 5-টা নাগাদ!



Herein comes a verse from the Bhagwat Gita on the concept of soul and rebirth! And hence, we all believe that Jijo's soul is now traveling to a new world. May that world be better than this world which he had to leave so prematurely! May his next life form be peaceful and prosperous in thoughts and action! May he achieve what he could not in this life!
 


वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णा-
न्यन्यानि संयाति नवानि देही ॥ 
 
"vasamsi jirnani yatha vihaya
navani grhnati naro ’parani
tatha sarirani vihaya jirnany
anyani samyati navani dehi"
 
भावार्थ :   जैसे मनुष्य पुराने वस्त्रों को त्यागकर दूसरे नए वस्त्रों को ग्रहण करता है, वैसे ही जीवात्मा पुराने शरीरों को त्यागकर दूसरे नए शरीरों को प्राप्त होता है॥22॥
 
"As a human being puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones."