Nayan | WritersCafe.org

Saturday, June 15, 2024

কেউই পুরোপুরি চলে যায় না (No one is gone totally)


কেউই পুরোপুরি চলে যায় না,
কোনও না কোনও অংশ রয়েই যায়।
সে যা কিছুই গিয়েছিল ছুঁয়ে,
সে সবেতেই তার লেশ থাকে লেগে।
জীবনের মরণের সীমানা পেরিয়েও,
অদৃশ্য অসীমে তাকে খুঁজে না পেলেও,
চলে যাওয়া জীবনটি রয়েই যায়
চিরজীবন আমাদের মনের অ্যালবামে।

নয়নের দৃষ্টিপটে হয়ত
আর তাকে দেখা যায় না,
শ্রবণের শক্তিতে হয়ত
আর তাকে ধরা যায় না,
হাঁসিঠাট্টা, কান্না, ভালবাসায়
হয়ত সে আর সাথে থাকে না,
কিন্তু স্মৃতির রেখাগুলোতে
তার আঁকা পথের চিহ্ন পাওয়া যায়।

জেনো যে যতদিন তুমি আছো,
তোমার স্মৃতিতে সেও আছে বেঁচে।
সৃষ্টির অনন্তে রয়েছে সেও
কোথাও কোনও না কোনও রূপে,
শুধু আমাদের জানার বাইরে।
থেমে যেও না, ভেঙে পরো না,
মনে রেখে এই সৌভাগ্য, যে
পথে তার সাথে দেখা হয়েছিল।

দূরে চলে যাওয়ার কারণ
যাই থাকুক না কেন, জেনো যে
কেউই পুরোপুরি চলে যায় না।
বিরহের কঠিন মুহূর্তগুলিতে
তার সাথে জীবনের ভালো
স্মৃতিগুলো যেন সঙ্গে থাকে,
শক্তি যোগায়, ভরসা দেয় -
যেন ভাল থেকো, এগিয়ে যেও।

-- নয়ন
শনিবার, 15 জুন 2024
দুপুর 12:21, পাটনা